মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ফাল্গুন ২০ ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

ব্রেকিং

৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার পতেঙ্গায় পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন উপদেষ্টা সি আর আবরার, পাচ্ছেন শিক্ষার দায়িত্ব হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়: সারজিস সিভিল রেজিস্ট্রেশন কমিশন করতে আইনের খসড়া হচ্ছে হাসিনার কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘মানসিক প্রশান্তি’ সারিয়ে তুলছে খালেদা জিয়াকে: ব্যক্তিগত চিকিৎসক মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে আপিলের পরবর্তী শুনানি ১২ মার্চ বাস চালককে লাঠি দিয়ে ‘পেটালেন ইউএনও’, প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ কেবল সরকার বদলে জনকল্যাণ সম্ভব নয়: নাহিদ তারেক রহমান-মামুনের দণ্ডের বিরুদ্ধে আপিলের রায় ৬ মার্চ গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: গুম সংক্রান্ত কম ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ শহীদ হতে মায়ের দোয়া চেয়েছিলেন খুবাইব মিয়ানমারের জান্তাপ্রধান রাশিয়ায়, বসছেন পুতিনের সঙ্গে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প

জাতীয়

চট্টগ্রামে অভিযানে গিয়ে ‘হামলায়’ দুই এসআই আহত, আটক ৩

 প্রকাশিত: ১৮:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে অভিযানে গিয়ে ‘হামলায়’ দুই এসআই আহত, আটক ৩

চট্টগ্রামের আগ্রাবাদে ‘ছিনতাইকারীদের আস্তানায়’ অভিযান চালাতে গিয়ে দুই এসআইয়ের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ওসি রফিক আহমেদের ভাষ্য, মঙ্গলবার দুপুরে আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড়ে চালানো অভিযানে তিন জনকে আটক করা হয়েছে; বাকিরা পুলিশকে আঘাত করে পালিয়ে গেছেন।

আহত দুই এসআই হলেন আহলাদ ইবনে জামিল ও নজরুল ইসলাম। আটক তিনজন হলেন জাহিদুল ইসলাম, তারেক ও জুয়েল।

ওসি রফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ছিনতাইকারীদের আস্তানায়’ কিছু ধারালো অস্ত্র, টাকা ও ‘ডাকাতির’ সরঞ্জাম পাওয়া গেছে।

স্থানীয়রা বলছেন, বিমানবন্দর সড়কের বারিক বিল্ডিং মোড়ে প্রাচীর দিয়ে ঘেরা স্থানটি একটি শিল্পগোষ্ঠীর।

পুলিশের ভাষ্য, প্রাচীরের ভেতরে টিনের একটি ঘরে ‘কয়েক যুবক মাদক নেওয়া ও টাকা-পয়সা ভাগাভাগি‘ করত।

ঘটনাস্থলে নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “অপরাধীরা টাকার ভাগভাটোয়ারা করছেন, এমন খবর পেয়ে ডবলমুরিং থানার একটি দল তাদের ঘেরাও করে।

“সেখানে কয়েকজন দুই পুলিশ সদস্যের ওপর হামলা করে পালিয়ে যায়।”

এরা চুরি-ছিনতাইয়ে জড়িত মন্তব্য করে তিনি বলেন, “পুলিশ খবর পেয়েছিল মনির, মেহেদী, তারেক, জুয়েল, রাজু, ভাণ্ডারি ও রবি নামে কয়েকজন সেখানে অবস্থান করছে।”

ওই এলাকায় প্রহরীর দায়িত্বে থাকা একজন বলেন, “এসব যুবক জোর করে প্রাচীরের ভেতরে প্রবেশ করে মাদক সেবন করে।”