চট্টগ্রামে অভিযানে গিয়ে ‘হামলায়’ দুই এসআই আহত, আটক ৩

চট্টগ্রামের আগ্রাবাদে ‘ছিনতাইকারীদের আস্তানায়’ অভিযান চালাতে গিয়ে দুই এসআইয়ের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি রফিক আহমেদের ভাষ্য, মঙ্গলবার দুপুরে আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড়ে চালানো অভিযানে তিন জনকে আটক করা হয়েছে; বাকিরা পুলিশকে আঘাত করে পালিয়ে গেছেন।
আহত দুই এসআই হলেন আহলাদ ইবনে জামিল ও নজরুল ইসলাম। আটক তিনজন হলেন জাহিদুল ইসলাম, তারেক ও জুয়েল।
ওসি রফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ছিনতাইকারীদের আস্তানায়’ কিছু ধারালো অস্ত্র, টাকা ও ‘ডাকাতির’ সরঞ্জাম পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, বিমানবন্দর সড়কের বারিক বিল্ডিং মোড়ে প্রাচীর দিয়ে ঘেরা স্থানটি একটি শিল্পগোষ্ঠীর।
পুলিশের ভাষ্য, প্রাচীরের ভেতরে টিনের একটি ঘরে ‘কয়েক যুবক মাদক নেওয়া ও টাকা-পয়সা ভাগাভাগি‘ করত।
ঘটনাস্থলে নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “অপরাধীরা টাকার ভাগভাটোয়ারা করছেন, এমন খবর পেয়ে ডবলমুরিং থানার একটি দল তাদের ঘেরাও করে।
“সেখানে কয়েকজন দুই পুলিশ সদস্যের ওপর হামলা করে পালিয়ে যায়।”
এরা চুরি-ছিনতাইয়ে জড়িত মন্তব্য করে তিনি বলেন, “পুলিশ খবর পেয়েছিল মনির, মেহেদী, তারেক, জুয়েল, রাজু, ভাণ্ডারি ও রবি নামে কয়েকজন সেখানে অবস্থান করছে।”
ওই এলাকায় প্রহরীর দায়িত্বে থাকা একজন বলেন, “এসব যুবক জোর করে প্রাচীরের ভেতরে প্রবেশ করে মাদক সেবন করে।”