সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১১ ১৪৩১, ২৫ শা'বান ১৪৪৬

ব্রেকিং

সরকার লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে’: তারেক রহমান সব কিছু মিলিয়ে যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল: নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এস আলমের ৮ হাজার ১৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা চার ডিআইজি অবসরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা: চিফ প্রসিকিউটর কোনো দলের তল্পিবাহক হবেন না, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে পরিপত্র জারি অনুতাপ ও বিবেকবোধ থেকে ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়: ছাত্রদল ছাত্রদল ছাত্রলীগের পথ অনুসরণ করছে: শিবির এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, সর্বোচ্চ ফি ২৭৮৫ টাকা বাসায় ঢুকে পায়ে গুলি, ‘ব্যাচেলর পয়েন্টের’ আজাদ হাসপাতালে নেতানিয়াহু চুক্তি নস্যাৎ করতে ‘নোংরা খেলা’ খেলছেন: হামাস

জাতীয়

অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি

 প্রকাশিত: ১৮:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন আজ রোববার কক্সবাজার জেলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অথবা ঐকমত্যের ভিত্তিতে বড় ধরনের সংস্কার হলে জুনের মধ্যে নির্বাচন হবে।

তিনি আজ রোববার কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন। 

সিইসি বলেন, নির্বাচন কমিশন সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় যাতে এ নির্বাচন ৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনের মতো বিশ্বাসযোগ্য ও আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য হয়। এক্ষেত্রে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন।

‘আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন বলেন, ‘রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য হচ্ছে একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ করা। বিদ্যমান তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে। এছাড়াও নতুন ভোটারের সংখ্যা বাড়বে। তাদের যুক্ত করতে হবে। আগামী নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বর্তমান প্রশাসনে যারা পক্ষপাতহীন নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের উপরেই নির্বাচন কমিশন আস্থা রাখতে চায়। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ ও অন্যায় সিদ্ধান্ত দেবেও না, মেনে নেবেও না। এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা ও পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে সভায় কক্সবাজারের পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।