রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১১ ১৪৩১, ২৪ শা'বান ১৪৪৬

ব্রেকিং

সরকার লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে’: তারেক রহমান সব কিছু মিলিয়ে যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল: নির্বাচন কমিশনার অন্তর্বর্তী সরকারের দুটি ডেটলাইন নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন : সিইসি সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এস আলমের ৮ হাজার ১৩৩ কোটি টাকা অবরুদ্ধের আদেশ বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য শুরু ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা চার ডিআইজি অবসরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দেন হাসিনা: চিফ প্রসিকিউটর কোনো দলের তল্পিবাহক হবেন না, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখতে পরিপত্র জারি অনুতাপ ও বিবেকবোধ থেকে ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়: ছাত্রদল ছাত্রদল ছাত্রলীগের পথ অনুসরণ করছে: শিবির এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, সর্বোচ্চ ফি ২৭৮৫ টাকা বাসায় ঢুকে পায়ে গুলি, ‘ব্যাচেলর পয়েন্টের’ আজাদ হাসপাতালে নেতানিয়াহু চুক্তি নস্যাৎ করতে ‘নোংরা খেলা’ খেলছেন: হামাস

জাতীয়

নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ পেলেন মো. ওবায়দুর রহমান

 প্রকাশিত: ১৫:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ পেলেন মো. ওবায়দুর রহমান

জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মো. ওবায়দুর রহমান নতুন শিল্পসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া, শিগগিরই আরও নয়জনকে সচিবপদে পদায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

মোখলেস উর রহমান বলেন, ‘চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিবপদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁরা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। তাঁদের মধ্যে কেউ চুক্তিতে নন। চাকরিতে কর্মরতদের মধ্যে থেকেই সচিব করা হচ্ছে।’

তিনি জানান, বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেককে ওএসডি করা হয়েছে এবং কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। কারো বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধের প্রমাণ পাওয়া গেলে, সে অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। তবে, যাঁদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে বা নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাঁদের প্রতি সরকার কোনো পক্ষপাত দেখাবে না।

২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট ডিসিদের তালিকা গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে, এবং তাদের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে চারজন উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা তালিকাভুক্ত কর্মকর্তাদের ভূমিকা বিশ্লেষণ করবে। এই পর্যালোচনা ধীরেসুস্থে হবে, যাতে নিরপেক্ষ ও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।

মোখলেস উর রহমান আশ্বস্ত করেন যে, কোনো ধরনের পক্ষপাত বা ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না। সমস্ত সিদ্ধান্ত নির্দিষ্ট নিয়মনীতি মেনে গ্রহণ করা হবে এবং এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা হবে।

তিনি আরও বলেন, সরকার নিশ্চিত করতে চায় যে, কোনো নিরপরাধ কর্মকর্তা যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত (ভিকটিম) না হন। তাই বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বসহকারে দেখা হবে।