রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৪ শা'বান ১৪৪৬

ব্রেকিং

এনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: তারেক রহমান আজহারের মুক্তির ব্যবস্থা করুন, সরকারকে জামায়াত আমির নতুন দলের আত্মপ্রকাশ ২৬ ফেব্রুয়ারি, মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত নায়েম থেকে সরিয়ে দেওয়া হল কবি গালিবকে বাসে ডাকাতি-‘শ্লীলতাহানি’: তিন ডাকাত গ্রেপ্তার, এএসআই বরখাস্ত বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুতি রয়েছে: জ্বালানি উপদেষ্টা স্থায়ী ক্যাম্পাস না থাকলে ব্যবস্থা নেবে ইউজিসি পিতৃমাতৃহীন সিয়ামকে কি মনে রাখবে এই দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের, ‘প্রস্তুত’ ইসরায়েল

জাতীয়

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

 প্রকাশিত: ২০:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৫

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইটাখোলা থানার ওসি মনির হোসেন।

আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, সকালে মহাসড়কের বাসাইল এলাকায় সিলেটমুখী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় পিছনে থাকা একটি প্রাইভেট কার দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালকসহ বাস ও প্রাইভেট কারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত বাসের এক যাত্রী ও ট্রাকচালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান।

এছাড়া দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক ও প্রাইভেট কার পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।