রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৪ শা'বান ১৪৪৬

ব্রেকিং

এনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: তারেক রহমান আজহারের মুক্তির ব্যবস্থা করুন, সরকারকে জামায়াত আমির নতুন দলের আত্মপ্রকাশ ২৬ ফেব্রুয়ারি, মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত নায়েম থেকে সরিয়ে দেওয়া হল কবি গালিবকে বাসে ডাকাতি-‘শ্লীলতাহানি’: তিন ডাকাত গ্রেপ্তার, এএসআই বরখাস্ত বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুতি রয়েছে: জ্বালানি উপদেষ্টা স্থায়ী ক্যাম্পাস না থাকলে ব্যবস্থা নেবে ইউজিসি পিতৃমাতৃহীন সিয়ামকে কি মনে রাখবে এই দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের, ‘প্রস্তুত’ ইসরায়েল

জাতীয়

আওয়ামী লীগের ২৫ নেতা-কর্মী গ্রেপ্তার

 প্রকাশিত: ১৪:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের ২৫ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় সিএমপি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোক্তার আলম (৩৬), মো. কামাল হোসেন (৪৪), মো. কোরবান আলী (২৪), হুমায়ুন কবির (৫৭), মো. সাজন মিয়া (৩৭), ইফরান উদ্দিন চৌধুরী (৩১), মো. আরকান উদ্দিন (২০), এস এম আলমগীর রানা (৫২), মো. রাসেল (২৫), মো. ইসতিয়াক হাসান ইমন (২৭), নাজের উদ্দিন নুরু (৫৬), মো. শাহাব উদ্দিন (২৬), মো. হাসান (২৪), মো. তানভীর (২০), মো. আলামিন (২১), মো. শফি আলম বাদশা (৪৭), মোহাম্মদ আলী (৪০), মো. জুলহাস (১৯), মো. শাহীন আলম (১৯), মো. সোহেল (৩৫), মো. হাসান (২৫), মো. সুমন (২৪), নিজামুল হক নিজাম (৩৫), সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) ও মো. এনামুল হক (৪০)।

সিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ২৫ জনের মধ্যে কোতোয়ালী, সদরঘাট, চান্দগাঁও, বন্দর, হালিশহর, পাহাড়তলী, ইপিজেড, কর্ণফুলী, পতেঙ্গা ও চকবাজার থানায় একজন করে, বাকলিয়া, খুলশী, পাঁচলাইশ, আকবর শাহ থানায় দুইজন করে, বায়েজিদ বোস্তামি থানায় তিনজন ও ডবলমুরিং থানায় চার জন।

 তাদের বিরুদ্ধে নগরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগ আছে। কয়েকজন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা বিভিন্ন মামলার আসামি।