শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৩ শা'বান ১৪৪৬

ব্রেকিং

এনআইডি জালিয়াতি: ছয় কর্মচারীকে বরখাস্ত করল ইসি বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: তারেক রহমান আজহারের মুক্তির ব্যবস্থা করুন, সরকারকে জামায়াত আমির নতুন দলের আত্মপ্রকাশ ২৬ ফেব্রুয়ারি, মতবিরোধের পর শীর্ষ পদ চূড়ান্ত নায়েম থেকে সরিয়ে দেওয়া হল কবি গালিবকে বাসে ডাকাতি-‘শ্লীলতাহানি’: তিন ডাকাত গ্রেপ্তার, এএসআই বরখাস্ত বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের ‘ভিসা ক্লিয়ারেন্স’ লাগবে না স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ রোজায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রস্তুতি রয়েছে: জ্বালানি উপদেষ্টা স্থায়ী ক্যাম্পাস না থাকলে ব্যবস্থা নেবে ইউজিসি পিতৃমাতৃহীন সিয়ামকে কি মনে রাখবে এই দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের, ‘প্রস্তুত’ ইসরায়েল

জাতীয়

হবিগঞ্জে জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

 প্রকাশিত: ১১:০১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

হবিগঞ্জে জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

হবিগঞ্জের বাহুবলে উপজেলা পর্যায়ের এক জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে নিজ বাসায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম জানান।

নিহত মিনারা বেগম বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদের স্ত্রী।

জামায়াত নেতা আব্দুল আহাদ বলেন, শুক্রবার তার কয়েকটি স্থানে সাংগঠনিক প্রোগ্রাম ছিল। বিকালে স্ত্রী মিনারা বেগম ও ৭ মাসের মেয়েকে বাসায় রেখে তিনি প্রোগ্রামে অংশ ‍নিতে যান। এরপর তিনি স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাননি।

তিনি বলেন, সন্ধ্যার পর বাড়িতে ফিরে খাটের নিচে মেয়ে এবং আরেকটি রুমে রক্তাক্ত অবস্থায় স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা এসে থানায় খবর দেয়।

সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।