শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৩ শা'বান ১৪৪৬

জাতীয়

রমজানে ভোগ্যপণ্যের অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: অর্থ

 প্রকাশিত: ২৩:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

রমজানে ভোগ্যপণ্যের অবৈধ মজুতের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: অর্থ

আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের অবৈধ মজুত ও বাজার কারসাজির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, "খাদ্যের সরবরাহ থাকলেও অনেক সময় ভোক্তাদের কাছে তা পৌঁছায় না। গুদামে মজুত রাখা হয় বা লুকিয়ে রাখা হয়। রোজার সময় আমরা এটি নিশ্চিত করবো, যাতে এ ধরনের অনিয়ম না ঘটে।"

অর্থ উপদেষ্টা জানান, পাইকারি ও খুচরা বাজারে কোনো ধরনের কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের স্থানীয়ভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। বিশেষ করে, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিশেষ সেলস সেন্টার চালু করা হয়েছে।"

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বর্তমানে খাদ্য পরিস্থিতি মোটামুটি ভালো। পরিসংখ্যান অনুযায়ী, খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে। যদিও কিছু পণ্যের দাম বাড়তে বা কমতে পারে, তবে সার্বিকভাবে পরিস্থিতি সহনীয়।"

বৈঠকে চাল ও সার আমদানি, সারের গুদাম তৈরি, সড়ক-মহাসড়ক, ব্রিজ ও বন্দরের উন্নয়ন প্রকল্পসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমাদের প্রকল্পগুলো মেগা প্রজেক্ট নয়, তবে এগুলো অত্যন্ত দরকারি।"

মাতারবাড়ি প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "এটি একটি বড় প্রকল্প, তবে বেশিরভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখানে জাপানি অনুদানে নির্মিত পাওয়ার সাপ্লাই ও পোর্ট সুবিধা যুক্ত হচ্ছে। চট্টগ্রাম পোর্ট কর্তৃপক্ষ সেখানে একটি জেটি নির্মাণ করবে, যা দেশের বন্দর সুবিধা ও বিদ্যুৎ উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।"

সরকারের এসব উদ্যোগে রমজানে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক কেনাকাটা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।