শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৩ শা'বান ১৪৪৬

জাতীয়

সাঁথিয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে দিল দুর্বৃত্তরা

 প্রকাশিত: ২২:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সাঁথিয়ায় যুবকের দুই হাতের কব্জি কেটে দিল দুর্বৃত্তরা

পাবনার সাঁথিয়া উপজেলায় আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে চুরি, ডাকাতি, মারামারি সহ তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, “বৃহস্পতিবার দুপুরে আশরাফুল টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া

ওসি আরও জানান, “আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত শুরু করেছে।