শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ১০ ১৪৩১, ২৩ শা'বান ১৪৪৬

জাতীয়

সারা দেশে ২৪ ঘণ্টায় ১,৭৫২ জন গ্রেফতার, বিশেষ অভিযানে আটক ৪৯২

 প্রকাশিত: ২১:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সারা দেশে ২৪ ঘণ্টায় ১,৭৫২ জন গ্রেফতার, বিশেষ অভিযানে আটক ৪৯২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ১,৭৫২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৪৯২ জন এবং বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভিত্তিক অভিযানে আরও ১,২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে চলমান অভিযানে দুটি দেশীয় পাইপ গান, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। আহতদের মধ্যে কাশেম খান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত মোট ৬,৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।