শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ৯ ১৪৩১, ২২ শা'বান ১৪৪৬

জাতীয়

৪৪তম বিসিএস: চতুর্থ ধাপের ভাইভা ২ মার্চ থেকে

 প্রকাশিত: ১৮:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

৪৪তম বিসিএস: চতুর্থ ধাপের ভাইভা ২ মার্চ থেকে

চুয়াল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ১ হাজার ৩৫০ জনের মৌখিক পরীক্ষা আগামী ২ মার্চ থেকে শুরু হবে।

চতুর্থ ধাপে সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের এ প্রার্থীদের ভাইভা চলবে ২৫ মার্চ পর্যন্ত; প্রতি রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার ভাইভা হবে।

বৃহস্পতিবার এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি), যা www.bpsc.gov.bd ও http://bpsc.teletalk.com.bd পাওয়া যাচ্ছে।

সূচি অনুযায়ী, রাজধানীর আগারগাঁওয়ে বিপিএসসির কার্যালয়ে নির্ধারিত দিনটিতে সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এক দিনে ৯০ জন প্রার্থী ভাইভায় অংশ নেবেন।

এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ধাপে ধাপে নিচ্ছে পিএসসি।

২০২১ সালে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল গত এপ্রিলে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ততদিনে ৩ হাজার ৯৩০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল।

ক্ষমতার পট পরিবর্তনের পর প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় নবগঠিত পিএসসি।

প্রথমবারে মৌখিক পরীক্ষার প্রক্রিয়া বাতিল ঘোষণার পর গত ২২ ডিসেম্বর থেকে ফের শুরু হয় ৪৪তম বিসিএসের ভাইভা।

প্রথম ধাপে কারিগরি ও পেশাগত ক্যাডারের পদের ৫৪৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গেল ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। দ্বিতীয় ধাপে সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য উত্তীর্ণ ৫ হাজার ৮৬২ জনের মধ্যে ১ হাজার ৮৬০ প্রার্থীর মৌখিক পরীক্ষা ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। তৃতীয় ধাপে গত ৯ ফেব্রুয়ারি থেকে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়, যা চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত।