শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ৯ ১৪৩১, ২২ শা'বান ১৪৪৬

জাতীয়

কুয়েট: প্রশাসন ও ছাত্ররাজনীতিকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

 প্রকাশিত: ১৭:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েট: প্রশাসন ও ছাত্ররাজনীতিকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

আজ (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসের ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের পাদদেশে প্রশাসন ও সব রাজনৈতিক ছাত্রসংগঠনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীর মতো সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড দেখান এবং উপাচার্যের পদত্যাগের দাবি জানান। তারা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেখানে ছাত্ররাজনীতির বিরুদ্ধে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ জানানো হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলার পর তারা ছয় দফা দাবি জানালেও প্রশাসন তা মানেনি। এজন্য উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালককে বর্জন করা হয়েছে। প্রশাসনের ব্যর্থতার কারণে তারা নতুন প্রশাসনের দাবিও জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিকেল ৩টায় ছাত্রকল্যাণ কেন্দ্রে হামলায় আহত শিক্ষার্থীদের ছবি ও ভিডিও ফুটেজ প্রদর্শন করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৯৩তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ হলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার করা হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কুয়েট প্রশাসন খান জাহান আলী থানায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।