শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ৯ ১৪৩১, ২২ শা'বান ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ৩০ এলাকায় পানির সংকট

 প্রকাশিত: ১৫:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে ওয়াসার পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ৩০ এলাকায় পানির সংকট

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে চট্টগ্রাম নগরীর ৩০টি এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলাকালে কুয়াইশ এলাকায় এক্সকাভেটরের আঘাতে কর্ণফুলী পানি শোধনাগার-১ প্রকল্পের ৪৮ ইঞ্চি ব্যাসের প্রধান সঞ্চালন পাইপ ফুটো হয়ে যাওয়ায় এই বিপর্যয় ঘটে। ফলে কর্ণফুলী পানি শোধনাগার-১ প্রকল্পের পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম ওয়াসা সূত্র জানিয়েছে, ‘চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ প্রকল্পের আওতায় কুয়াইশ এলাকায় একটি কালভার্ট নির্মাণের জন্য কাজ চলছিল। এতে এক্সকাভেটর ব্যবহার করা হয়। সেই এক্সকাভেটরের আঘাতে ৪৮ ইঞ্চি ব্যাসের মূল সঞ্চালন পাইপ ফুটো হয়ে গেছে। এ কারণে কর্ণফুলী পানি শোধনাগার-১ প্রকল্প থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

ওই পাইপলাইন দিয়ে রাঙ্গুনিয়ার পোমরা থেকে নগরীর উত্তর ও দক্ষিণ হালিশহর, আগ্রাবাদ, মাদারবাড়ি, দেওয়ানহাট, লালখান বাজার, জিইসি মোড়, ২ নম্বর গেট, বায়েজিদ বোস্তামি, অক্সিজেন, চকবাজার, আন্দরকিল্লাসহ ৩০টি এলাকায় পানি সরবরাহ করা হতো। পানি সংকটে এসব এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন এবং বিভিন্ন স্থান থেকে খাবার ও ব্যবহারের পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূরুল আমিন বলেন, ‘‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলাকালে গত সোমবার নগরীর কুয়াইশ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প-১ এর প্রধান পানি সরবরাহ লাইন। এ কারণে পানি শোধনাগার প্রকল্পটি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মেরামত কাজ চলমান আছে। কবে নাগাদ মেরামত শেষ করা হবে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।’’

চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করে, যার মধ্যে কর্ণফুলী পানি শোধনাগার-১ প্রকল্প থেকে আসে ১৪ কোটি লিটার। এই প্রকল্প বন্ধ থাকায় নগরীর বিশাল অংশে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।