শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ৯ ১৪৩১, ২২ শা'বান ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলন দমন

শেকৃবিতে ১২ শিক্ষক, ৭ কর্মকর্তা ও ১১ কর্মচারী বরখাস্ত

 প্রকাশিত: ১৫:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

শেকৃবিতে ১২ শিক্ষক, ৭ কর্মকর্তা ও ১১ কর্মচারী বরখাস্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সংশ্লিষ্টতার অভিযোগে ১২ শিক্ষক, ৭ কর্মকর্তা ও ১১ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে সরকারি নিপীড়নের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া এবং নির্যাতন-সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটির পর্যবেক্ষণে উঠে আসে যে অভিযুক্তরা দলীয় আনুগত্যের মাধ্যমে প্রশাসনের সহায়তায় আন্দোলন দমন করেছে এবং শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করেছে।

তদন্তে ১০০ শিক্ষক, ৩০ কর্মকর্তা এবং আন্দোলনে সম্পৃক্ত শতাধিক শিক্ষার্থীর তথ্য পর্যালোচনা করা হয়। এতে ২০ শিক্ষক, ১৫ কর্মকর্তা ও ৩৫ শিক্ষার্থীর স্বাক্ষরকৃত তথ্যের ভিত্তিতে অভিযোগ চূড়ান্তভাবে যাচাই করা হয়।

বরখাস্তকৃত শিক্ষকরা হলেন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ, ড. দেবু কুমার ভট্টাচার্য্য, অধ্যাপক ড. শরমিন চৌধুরীসহ ১২ জন। কর্মকর্তাদের মধ্যে আছেন ডেপুটি রেজিস্ট্রার হুমায়ুন, বহিরাঙ্গন বিভাগের অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেনসহ ৭ জন। কর্মচারীদের তালিকায় রয়েছেন পলাশ কান্তি, শ্যামল চন্দ্রসহ ১১ জন।
 
বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলামের বিষয়ে সিদ্ধান্তের জন্য তথ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন জানান, সিন্ডিকেট সভায় তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যা চূড়ান্ত তদন্তের পর স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেবে।