শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ফাল্গুন ৯ ১৪৩১, ২২ শা'বান ১৪৪৬

জাতীয়

রাউজানে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা

 প্রকাশিত: ১৪:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

রাউজানে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের রাউজানে এক যুবলীগকর্মীকে বাড়ি থেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছর বয়সী মোহাম্মদ হাসান নোয়াপাড়া চৌধুরীহাট এলাকার বাসিন্দা।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে যতটুকু শুনেছি, হাসান যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত কয়েকমাস তিনি বাড়িতে ছিলেন না। গতকালই বাড়িতে আসেন। রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করা হয়।

“স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে আমরা হত্যাকাণ্ডের তথ্য পেয়েছি।”

এ হত্যাকণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে মেরে ফেলা হয়েছে- এসব বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ওসি মনিরুল।