বুধবার ১২ মার্চ ২০২৫, ফাল্গুন ২৮ ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

উত্তরায় চলন্ত বাসে অস্ত্রের মুখে ভয়াবহ ছিনতাই, যাত্রীরা আতঙ্কে

 আপডেট: ১৬:২২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

উত্তরায় চলন্ত বাসে অস্ত্রের মুখে ভয়াবহ ছিনতাই, যাত্রীরা আতঙ্কে

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় চলন্ত বাসে অস্ত্রের মুখে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভিক্টর পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এক নারী তার ফেসবুক পোস্টে জানান, তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে রিকশায় যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তার কারণে বাসে ওঠেন। কিন্তু বাসে ওঠার দুই মিনিটের মধ্যেই কয়েকজন যুবক যাত্রী সেজে উঠে পড়ে এবং হঠাৎ ছুরি বের করে যাত্রীদের হুমকি দেয়।

ছিনতাইকারীরা চিৎকার করে সবাইকে চুপ থাকতে বলে এবং মোবাইল, ওয়ালেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এক যাত্রীকে ছুরিকাঘাতও করা হয়। মাত্র দুই মিনিটের মধ্যেই তারা তাদের কাজ শেষ করে দ্রুত বাস থেকে নেমে যায়।

ভুক্তভোগী নারী জানান, বাসটি হাউজ বিল্ডিং থেকে আজমপুর বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই ছিনতাইকারীরা বেশ কয়েকজনের মোবাইল, ওয়ালেট ও ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত মেনে পড়ে। তাদের মধ্যে তিন জনের কাছে ছুরি ছিল।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম আহমেদ বলেন, ‘‘এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি এবং তদন্ত শুরু করেছি।’’

উত্তরায় দিনের বেলায় এমন ঘটনায় সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।