মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১২ শা'বান ১৪৪৬

ব্রেকিং

কোনো অপরাধীকে ‘বাইরে’ দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ গণহত্যার আসামির জামিনে বিচারকদের ‘সতর্ক’ থাকতে বললেন আইন উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম ‘সাগর-রুনি হত্যায় যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা মুখ খুলেছেন’ সাগর-রুনি হত্যার ১৩ বছর: তদন্ত নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার শাবান ও রমযান মাস ॥ গুরুত্ব ও ফযীলত, করণীয় ও বর্জনীয় ‘আরাকান আর্মির হাতে’ ৪ বাংলাদেশি জেলে অপহৃত AI যুদ্ধ: চ্যাটজিপিটির আধিপত্যে ডিপসিকের হানা ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস

জাতীয়

‘মব’ করলে ‘ডেভিল’ হিসেবে গণ্য করা হবে: মাহফুজ

 প্রকাশিত: ০৯:১১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

‘মব’ করলে ‘ডেভিল’ হিসেবে গণ্য করা হবে: মাহফুজ

এখন থেকে দলবদ্ধ বিশৃঙ্খলা বা ‘মব’ সৃষ্টি করা হলে তাদের তাদের শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে সোমবার ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, “কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।”

‘তৌহিদী জনতার’ উদ্দেশে মাহফুজ বলেন, ”অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট (গণ্য) করা হবে।

“আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না।”

সোমবার একুশে বইমেলায় ‘তৌহিদী জনতা’ নাম দিয়ে একদল ব্যক্তি ‘সব্যসাচী প্রকাশনীর’ ওপর চড়াও হয়। এ নিয়ে মেলা প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হলে ওই স্টলটি বন্ধ রাখা হয়। এরপর পুলিশ ওই প্রকাশককে নিরাপত্তা হেফাজতে নেওয়ার কথা জানায়।

ওই প্রকাশনা সংস্থায় ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতার বই বিক্রির অভিযোগে চড়াও হন কিছু লোকজন। এর আগে ওই প্রকাশনীর কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার মধ্যে উপদেষ্টা মাহফুজ ফেইসবুকে ’মব’ করা নিয়ে এমন পোস্ট দেন। এর আগেও মাজার ভাঙাসহ বিভিন্ন ঘটনায় তৈরি হওয়া ’মব’ বা বিশৃঙ্খল ঘটনার বিরুদ্ধেও পোস্ট দিয়েছেন সরকার পতনে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা মাহফুজ।

ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসহ দেশজুড়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনাপ্রবাহের মধ্যে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গিয়ে শিক্ষার্থীরা হামলার শিকার হন।

সেদিন গভীর রাতে গাজীপুরে ছুটে যান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসনাতকে বলতে শোনা যায়, “যারা বলবে মব মারানি, মব জাস্টিস তাদেরকে আগে শোয়াইবি।”

এ ঘটনার পর শনিবার দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয় সরকার। এরমধ্যে মব নিয়ে মাহফুজ এ বক্তব্য দিলেন।

ফেইসবুকে তিনি লিখেছেন, “তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা- যুলুম করবেন না, যুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ।”