পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল
![পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল](https://www.onp24.com/media/imgAll/2023June/Saima-2502101438.jpg)
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
একই সঙ্গে পুতলের নেতৃত্বে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানে দেওয়া অনুদানের বিপরীতে ব্যক্তি করদাতারা যে কর সুবিধা পেয়ে আসছিলেন সেটিও বাতিল করা হয়েছে।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত দুটি এসআরও বাতিল করেছে।
২০১৬ সাল থেকে প্রতিষ্ঠানটি এ সুবিধা পেয়ে আসছিল।
স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে।
পুতুল এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ছিলেন।
এর আগে গত ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছিল আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
অপরদিকে সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযানে গিয়ে ওই প্রতিষ্ঠানের কোনো ‘অস্তিত্ব মেলেনি’ বলে তথ্য দিয়েছিল দুর্নীতি দমন কমিশন-দুদক।
রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর সড়কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুধা সদনের বাসার ঠিকানায় সূচনা ফাউন্ডেশন নিবন্ধিত।
দুদক বলেছিল, ৫ অগাস্টের পর থেকে তালাবন্ধ ওই বাড়িতে অভিযানে গিয়ে সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া বেশ কয়েকটি স্থানের কথা বলা হলেও মেলেনি ওই প্রতিষ্ঠানের হদিস।
হাসিনাকন্যা পুতুল এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। যার মধ্যে দুদক একটি মামলা দায়ের করেছে ‘তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার’ করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগে।
ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সায়মা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন। তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেন। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও তাকে সদস্য করা হয়।
২০২৩ সালের নভেম্বরে ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দপ্তর ভারতের দিল্লিতে। দায়িত্ব পাওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন। আর গত ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনাও আছেন দিল্লিতে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতের নয়াদিল্লীতে অফিস করেন।