মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১২ শা'বান ১৪৪৬

ব্রেকিং

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন? ‘আশ্বাস পেয়েছেন’ ফখরুলরা প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ ছোট-বড় সব অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে ‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ১৫২১ হজ: হাতে মাত্র চার দিন, চুক্তি বাকি অর্ধেক এজেন্সির দেশে যেন কোনো সহিংসতা-হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: আহত ও শহিদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল হজে শিশু নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল সৌদি আরব লন্ডনে বাংলায় স্টেশনের নাম: ক্ষোভ ব্রিটিশ এমপির, সমর্থন মাস্কেরও সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা ৫ প্রতিষ্ঠানে এনআইডির তথ্য ফাঁস, প্রমাণ ইসির হাতে জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় মাহমুদুর রহমান খালাস ৮ দিনে ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান

জাতীয়

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ

 আপডেট: ২১:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ করেছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কার কমিটি। একই সঙ্গে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত করে ‘শিক্ষক’ নামে নতুন পদ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রবেশ পর্যায়ে শিক্ষকদের দ্বাদশ গ্রেডে এবং প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক মনজুর আহমেদ। এদিন বিকেলে কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়।

কমিটির সুপারিশ অনুযায়ী, প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো ও পেশাগত মর্যাদা বাড়াতে নতুন পদ ও পদোন্নতির সুযোগ রাখা হয়েছে।

•    সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদ চালু
•    দ্বাদশ গ্রেডে বেতন শুরু, দুই বছর পর স্থায়ীকরণ, আরও দুই বছর পর ১১তম গ্রেডে সিনিয়র শিক্ষক পদোন্নতি
•    প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ নিশ্চিত করা
•    প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ
•    সহকারী প্রধান শিক্ষকের সংখ্যা বৃদ্ধি এবং সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ
•    মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও শূন্যপদ পূরণের উদ্যোগ

বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে, প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন পান। নতুন সুপারিশ অনুযায়ী, শিক্ষকরা ১২তম গ্রেডে যোগ দেবেন এবং চার বছরের মধ্যে সিনিয়র শিক্ষক হিসেবে ১১তম গ্রেডে উন্নীত হবেন।

প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার প্রস্তাব উচ্চ আদালতের রায়ে অনুমোদিত হলেও, সরকার বিষয়টি পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করেছে। কমিটি সুপারিশ করেছে, রিভিউ আবেদন প্রত্যাহার করে প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড নিশ্চিত করতে হবে।

গত বছরের অক্টোবর মাসে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কার কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটিতে একজন সদস্য সচিবসহ সাতজন সদস্য ছিলেন। কমিটির মতে, প্রাথমিক শিক্ষকদের আর্থিক ও পেশাগত উন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষকদের মর্যাদা, বেতন কাঠামো এবং পদোন্নতি প্রক্রিয়াকে দ্রুত বাস্তবায়ন করা জরুরি।