মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১২ শা'বান ১৪৪৬

ব্রেকিং

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন? ‘আশ্বাস পেয়েছেন’ ফখরুলরা প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ ছোট-বড় সব অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে ‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ১৫২১ হজ: হাতে মাত্র চার দিন, চুক্তি বাকি অর্ধেক এজেন্সির দেশে যেন কোনো সহিংসতা-হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: আহত ও শহিদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল হজে শিশু নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল সৌদি আরব লন্ডনে বাংলায় স্টেশনের নাম: ক্ষোভ ব্রিটিশ এমপির, সমর্থন মাস্কেরও সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা ৫ প্রতিষ্ঠানে এনআইডির তথ্য ফাঁস, প্রমাণ ইসির হাতে জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় মাহমুদুর রহমান খালাস ৮ দিনে ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান

জাতীয়

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে বেঁধে ঘরে আগুন, যুবক গ্রেপ্তার

 প্রকাশিত: ১৯:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে বেঁধে ঘরে আগুন, যুবক গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে মো. আল-আমীন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন।

জানা গেছে, উপজেলার চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে মো. আল-আমীন গত ২০২৪ সালে নারী সংক্রান্ত ঘটনায় চাকরি হারান। পরে চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দেন। এসব নিয়ে বাবাকে দোষারোপ করতে থাকেন আল-আমীন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে আল-আমীন দা নিয়ে বাবাকে হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ বাড়িতে গেলে তিনি পালিয়ে যান। পরে উত্তেজিত হয়ে তিনি তার মাকে টেনে নিয়ে সুপারি গাছের সঙ্গে বেঁধে ঘরে আগুন লাগিয়ে দেন।

ঘটনার পর আল-আমীনের বাবা জয়নাল কাজী থানায় মামলা করলে পুলিশ রোববার রাত ৯টার দিকে পত্তাশী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

ওসি মারুফ হোসেন জানান, আল-আমীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।