মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১২ শা'বান ১৪৪৬

ব্রেকিং

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন? ‘আশ্বাস পেয়েছেন’ ফখরুলরা প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ ছোট-বড় সব অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে ‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ১৫২১ হজ: হাতে মাত্র চার দিন, চুক্তি বাকি অর্ধেক এজেন্সির দেশে যেন কোনো সহিংসতা-হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: আহত ও শহিদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল হজে শিশু নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল সৌদি আরব লন্ডনে বাংলায় স্টেশনের নাম: ক্ষোভ ব্রিটিশ এমপির, সমর্থন মাস্কেরও সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা ৫ প্রতিষ্ঠানে এনআইডির তথ্য ফাঁস, প্রমাণ ইসির হাতে জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় মাহমুদুর রহমান খালাস ৮ দিনে ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান

জাতীয়

হজ: হাতে মাত্র চার দিন, চুক্তি বাকি অর্ধেক এজেন্সির

 প্রকাশিত: ১৭:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

হজ: হাতে মাত্র চার দিন, চুক্তি বাকি অর্ধেক এজেন্সির

২০২৫ সালের হজ মৌসুমের চূড়ান্ত প্রস্তুতি চলছে, তবে প্রায় অর্ধেক হজ এজেন্সি এখনও সৌদি আরবের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি সম্পাদন করেনি। হাতে মাত্র চার দিন বাকি থাকলেও এজেন্সিগুলোর চুক্তি সম্পাদন করা বাধ্যতামূলক। ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত সব এজেন্সিকে চুক্তি সম্পাদন করতে হবে, এবং সৌদি কর্তৃপক্ষ এর পরে আর সময় বাড়াবে না।

তিনি আরও বলেন, “বেসরকারি এজেন্সিগুলো তাদের অধীনে নিবন্ধিত হজযাত্রীদের জন্য সৌদি সরকাররের গাইডলাইন অনুসারে কাজ করে যাচ্ছে। অনেকের কার্যক্রম বেশ সন্তোষজনক। আবার অনেকে ধীরগতিতে চলেছেন।”

ধর্ম বিষয়ক উপদেষ্টা জানান, সৌদি সরকারের পক্ষ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২৩ অক্টোবর সৌদি মন্ত্রণালয় এই সময়সীমা নির্ধারণ করে, এবং এর পর থেকে আরও কয়েকবার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত অর্ধেকেরও কম এজেন্সি চুক্তি সম্পাদন করেছে, এবং আরও অর্ধেক বাকি রয়েছে।
 
ধর্ম বিষয়ক উপদেষ্টা আরও বলেন, মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে বিষয়টির তদারকি করছে। গতকালও এজেন্সিগুলোর সাথে সভা হয়েছে এবং তাদের তাগিদ দেওয়া হয়েছে যাতে তারা বেঁধে দেওয়া সময়ের মধ্যে মিনা ও আরাফায় তাবু ও ক্যাটারিং সেবা, হোটেল এবং পরিবহন কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করে। তিনি সতর্ক করে বলেন, এজেন্সিগুলোর অবহেলা বা গাফিলতির কারণে যদি কোনো হজযাত্রী হজ করতে না পারেন, তবে সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে।

এ পর্যন্ত অর্ধেকের কিছু বেশি এজেন্সি চুক্তি সম্পাদন করেছে এবং আরও অর্ধেকের মত বাকি আছে জানিয়ে উপদেষ্টা বলেন, “সময় আছে আমাদের চার দিন। এর পরে যদি কেউ আমাদের বলে টাইম বাড়ান, এটা আমাদের সুযোগ নাই। এটা আমাদের হাতে নাই। এটা সৌদি সরকারের ব্যাপার।

এ বছর হজযাত্রীরা ভালো সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বিশ্বস্ত হজসেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করেছি।... আমরা ইতোমধ্যে সৌদি সরকারের চাহিদামাফিক হজযাত্রী প্রতি ১ লাখ ৫৭ হাজার ৩৯১ টাকা হিসাবে ১ হাজার ২৮৫ কোটি টাকার সমপরিমাণ সৌদি রিয়াল প্রেরণ করেছি।”

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজে যেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারিভাবে ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা অনুমোদনের কার্যক্রম শুরু হবে, এবং ২৯ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হবে।