ধানমন্ডি ৩২ নম্বরে হাড়গোড় উদ্ধার, পরীক্ষা করবে সিআইডি
![ধানমন্ডি ৩২ নম্বরে হাড়গোড় উদ্ধার, পরীক্ষা করবে সিআইডি ধানমন্ডি ৩২ নম্বরে হাড়গোড় উদ্ধার, পরীক্ষা করবে সিআইডি](https://www.onp24.com/media/imgAll/2023June/Lab-2502101023.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির এলাকা থেকে কিছু হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সিআইডির ক্রাইম সিন ইউনিট ধানমন্ডির ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যায়। সকাল ১০টার পর সেখানে থেকে কিছু হাড়গোড় সংগ্রহ করে ক্রাইম ইউনিট। পরে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।
আলী আহমেদ (ওসি) বলেন, ‘‘৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনও প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়। তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে গেছেন। পরে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনও প্রাণীর।’’
এ প্রসঙ্গে সিআইডির মুখপাত্র, বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ক্রাইম সিন ইউনিট অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহে দক্ষ এবং তারা যথাযথ প্রক্রিয়ায় আলামত সংগ্রহ করেছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত কিছু এখনই বলা সম্ভব নয়।
এর আগে, ধানমন্ডি ৩২ নম্বরে ‘‘আয়নাঘর’’ বা গোপন বন্দিশালা আছে কি না, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে। তবে পানি সেচের পর সেখানে কিছুই পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।