মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৯ ১৪৩১, ১২ শা'বান ১৪৪৬

ব্রেকিং

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন? ‘আশ্বাস পেয়েছেন’ ফখরুলরা প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ ছোট-বড় সব অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে ‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার ১৫২১ হজ: হাতে মাত্র চার দিন, চুক্তি বাকি অর্ধেক এজেন্সির দেশে যেন কোনো সহিংসতা-হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: আহত ও শহিদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি বাতিল হজে শিশু নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল সৌদি আরব লন্ডনে বাংলায় স্টেশনের নাম: ক্ষোভ ব্রিটিশ এমপির, সমর্থন মাস্কেরও সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা ৫ প্রতিষ্ঠানে এনআইডির তথ্য ফাঁস, প্রমাণ ইসির হাতে জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় মাহমুদুর রহমান খালাস ৮ দিনে ৬৪ জেলায় সমাবেশের ঘোষণা বিএনপির গাজাবাসীদের উচ্ছেদের ক্ষমতা কারও নেই: এরদোগান

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে হাড়গোড় উদ্ধার, পরীক্ষা করবে সিআইডি

 প্রকাশিত: ১৬:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বরে হাড়গোড় উদ্ধার, পরীক্ষা করবে সিআইডি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির এলাকা থেকে কিছু হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিআইডির ক্রাইম সিন ইউনিট ধানমন্ডির ৩২ নম্বরে ভেঙে ফেলা বাড়ির আলামত সংগ্রহ করতে সকাল ৮টার দিকে  ঘটনাস্থলে যায়। সকাল ১০টার পর সেখানে থেকে কিছু হাড়গোড় সংগ্রহ করে ক্রাইম ইউনিট। পরে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

আলী আহমেদ (ওসি) বলেন, ‘‘৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনও প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়। তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে গেছেন। পরে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড় মানুষের নাকি অন্য কোনও প্রাণীর।’’

এ প্রসঙ্গে সিআইডির মুখপাত্র, বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ক্রাইম সিন ইউনিট অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহে দক্ষ এবং তারা যথাযথ প্রক্রিয়ায় আলামত সংগ্রহ করেছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত কিছু এখনই বলা সম্ভব নয়।

এর আগে, ধানমন্ডি ৩২ নম্বরে ‘‘আয়নাঘর’’ বা গোপন বন্দিশালা আছে কি না, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে। তবে পানি সেচের পর সেখানে কিছুই পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।