শাহবাগে শিক্ষকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও জলকামান
![শাহবাগে শিক্ষকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও জলকামান শাহবাগে শিক্ষকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ ও জলকামান](https://www.onp24.com/media/imgAll/2023June/policeaction-2502101020.jpg)
সড়ক অবরোধ করে রাজধানীর শাহবাগে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের সরিয়ে নিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এনটিআরসিএ-নিবন্ধিত ও সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করেন।
আন্দোলনকারীরা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিন ধাপে দেওয়া হয়। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হলেও তৃতীয় ধাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনে নেমেছেন।
অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের সরাতে কঠোর ব্যবস্থা নেয়। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের সরিয়ে নিতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও শাহবাগ মোড়ের আশপাশে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে।