বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৩ ১৪৩১, ০৬ শা'বান ১৪৪৬

ব্রেকিং

উত্তরাঞ্চলে পেট্রোল পাম্প বন্ধের কর্মসূচি প্রত্যাহার, তেল সরবরাহ শুরু জুলাই সনদ বাস্তবায়নের ওপর নির্ভর করবে ভোটের সময়: প্রেস সচিব সংস্কারের নামে ‘বেশি সময় নেওয়ার কৌশল’ জাতি মানবে না: বিএনপি দিল্লির আদলে ‘ক্যাপিটাল সিটি সরকার’ গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ের সংখ্যা ৪০ থেকে কমিয়ে ২৫টি করার সুপারিশ পুরনো চার বিভাগকে প্রদেশ করার সুপারিশ কারণে-অকারণে অবরোধ, ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন ইউনূসের হাতে কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে সিআইএ’র সব কর্মীকে ‘আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার’ প্রস্তাব বিশ্বব্যাপী ইউএসএইডের কর্মীদের ছুটি দিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার নির্দেশ গাজা ভূখণ্ডের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প

জাতীয়

বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

 আপডেট: ১৭:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
 
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেককে আমরা ধরেছি।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানের নৌ-পুলিশ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেককে আমরা ধরেছি। আসল জন (শেখ হাসিনা) বাংলাদেশে নেই। আমরা তাকে এখন কোথা থেকে ধরে নিয়ে আসবো। যারা দেশে নেই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এক্ষেত্রে আমরা চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেইভাবে তাদের আনা যায় কিনা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিভিন্ন অজুহাতে সড়ক অবরোধ করা, এটি সরকারকে অস্থিতিশীল করা হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারণে-অকারণে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। আপনারা মিডিয়ায় ভালোভাবে প্রচার করলে জনগণ রুখে দেবে। ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে। রাস্তা বন্ধ না করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ বলতে পারে। কর্তৃপক্ষ কাজ না করলে স্কুল বা কলেজ মাঠে তাদের দাবি নিয়ে আন্দোলন করতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কতটা সন্তুষ্ট জানতে চাইলে তিনি বলেন, আমরা কতটা সফল সেটা জনগণ বলতে পারবে। আমরা কেমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, সেই থেকে বর্তমান পরিস্থিতি কেমন। আমরা জনগণের আশা পূরণ করার চেষ্টা করছি।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নৌ-পুলিশের সদর দফতর পরিদর্শনে এসে আমরা নৌ-পুলিশের অভিযান নিয়ে আলোচনা করেছি। আমরা জেলেদের জাল ধরা না, কারেন্ট জালের উৎস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, নৌ-পুলিশের অভিযান পরিচালনার জন্য নৌযান ও জনবলে সমস্যা রয়েছে। প্রয়োজনীয় জনবল দিলে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নৌপথে চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় আজকের সভায় তা আলোচনা করা হয়েছে।