নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার সকালে শুনানি শেষে নারায়ণগঞ্জের জেষ্ঠ্য বিচারিক হাকিম নূর মোহসীন এ আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান।
পুলিশ এই মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। পরে বিচারক তিনদিন মঞ্জুর করেন।
এর আগে সকালে আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম।
মামলার বিবরণে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন গত ৪ অগাস্ট বিকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন পরিবহন শ্রমিক মো. আশিক মিয়া (২০)৷
পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার গোকুলনগর পশ্চিমপাড়ায় তাকে দাফন করা হয়৷
আন্দোলনের তীব্রতার মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ২২ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২২ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আশিকের মা কুলসুম বেগম৷
সাবেক আইনমন্ত্রী আনিসুল এ মামলায় ৪ নম্বর আসামি।