উত্তরবঙ্গে অনির্দিষ্টকাল পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা
‘বিনা নোটিসে’ সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
এসময় বাঘাবাড়ি নৌবন্দরের ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার কথা বলেছে ঐক্য পরিষদ।
মঙ্গলবার রাতে পাম্প মালিক ও শ্রমিকদের সংগঠন এ কর্মসূচি ঘোষণা করেছে।
এদিন রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি কার্যালয়ে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও ডিলার সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় সমিতি বৈঠক করে।
সে বৈঠকের পর উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান এ ঘোষণা দেন।
এসময় রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির উপদেষ্টা ওয়াজুল হক ও সিরাজগঞ্জ জেলা পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
আজিজুর রহমান অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ ‘কোনো নোটিস ছাড়াই’ নিজেদের জায়গা দাবি করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে এবং সেগুলো ‘অবৈধ’ ঘোষণা করে মাইকিং করে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তারপরও সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে ইতোমধ্যে কয়েকটি পেট্রোল পাম্প ভেঙে দিয়েছে।