বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৩ ১৪৩১, ০৬ শা'বান ১৪৪৬

জাতীয়

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার

 প্রকাশিত: ০৮:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার

পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার রাতে নগরীর ধানমন্ডি এলাকা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক চেয়ারম্যান ও ডিন রুবাইয়াতকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ডিবির একজন কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে বেশি কিছু জানাতে রাজি হননি তিনি। গ্রেফতারকৃতকে আজ আদালতে সোপর্দ করা হবে।