মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২১ ১৪৩১, ০৫ শা'বান ১৪৪৬

ব্রেকিং

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার: প্রেস সচিব আইনশৃঙ্খলা বাহিনীকে ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার অনলাইনে মামলা দায়ের পদ্ধতি চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের এই মুহূর্তে অনেক কিছুই করা ‘সম্ভব না’: তিতুমীর নিয়ে নাহিদ ৫ জন মিলে কিশোরীকে ‘ধর্ষণ’, লাশ ফেলা হয় হাতিরঝিলে হাতকড়া কি বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার? শুনানিতে কামাল মজুমদার ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে ২৭১টি ভুয়া তথ্য প্রচারিত: রিউমার স্ক্যানার সালমান, আনিসুল, মানিকসহ নয়জন ২ দিনের রিমান্ডে দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা সৌদি আরব বা আমিরাতে হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক

জাতীয়

‘ছাগলকাণ্ডের’ মতিউরকন্যাসহ ৪ জনের আয়কর নথি জব্দ

 প্রকাশিত: ১৮:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

‘ছাগলকাণ্ডের’ মতিউরকন্যাসহ ৪ জনের আয়কর নথি জব্দ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতাসহ চারজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

অন্যরা হলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস, ঢাকা রেঞ্জ কার্যালয়ের পুলিশ পরিদর্শক মীর মোহাম্মদ আবুল কালাম আযাদ ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন

সোমবার দুর্নীতি দমন কমিশন-দুদকের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।

ইপ্সিতার আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়েছে, ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকার সম্পদ গোপন করা ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তদন্তের জন্য তার মূল আয়কর নথির ২০১৩-১৪ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তথ্য জব্দ করা প্রয়োজন।

৬ জানুয়ারি ইপ্সিতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেদিন মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধেও মামলা করে দুদক। তিন মামলায় মতিউরকেও আসামি করা হয়েছে। মামলাগুলোতে মোট ১২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনেছে দুদক।

১৪ জানুয়ারি মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেইসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়।

মুশফিকুর রহমান ইফাত নামে কেউ তার ছেলে বা আত্মীয় নয় বলে মতিউর দাবি করেন। তবে পরে বেরিয়ে আসে ইফাত তার দ্বিতীয় স্ত্রীর সন্তান।

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের নথি জব্দের আবেদনে বলা হয়েছে, মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সেজন্য তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে ২ জানুয়ারি, আর তাকে গ্রেপ্তার করা হয় ১৭ জানুয়ারি।

পুলিশ পরিদর্শক আবুল কালাম ও তার স্ত্রীর নথি জব্দের আবেদনে বলা হয়, আবুল কালাম আযাদের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৫৯ লাখ ৯ হাজার ৫২৭ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগে মামলা চলছে। তার আয়কর নথি খেলার বছর থেকে ২০২৪-২৫ কর বছর পর্যন্ত নথি জব্দ করা দরকার।