সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২০ ১৪৩১, ০৪ শা'বান ১৪৪৬

ব্রেকিং

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি রিটার্ন দাখিল না করা টিআইএনধারীরা নোটিস পাবেন: এনবিআর চেয়ারম্যান শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘প্রত্যাখান’, মহাসড়ক থেকে সরে কলেজের সামনে তিতুমীর শিক্ষার্থীরা ফের লোকসানে বেক্সিমকো; উৎপাদন না থাকায় ‘কাঁচামাল বিক্রি’ সচিবালয় ঘেরাও কর্মসূচি, আত্মহত্যার হুমকি দিলেন আহতরা ১৯ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি গ্যাসের দাম সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে: উপদেষ্টা রোজায় ভোগ্যপণ্য নিয়ে সমস্যা হবে না, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ মাজার জিয়ারতে যাওয়ার পথে এক পরিবারের চারজনের মৃত্যু তিতুমীরে আমরণ অনশনরত ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ আখেরি মোনাজাতে শান্তি ও কল্যাণ কামনা আখেরি মোনাজাতে ৪০ লাখ মুসল্লির অংশগ্রহণ নারীরাও আখেরি মোনাজাতে শরিক হলেন

জাতীয়

রোজায় ভোগ্যপণ্য নিয়ে সমস্যা হবে না, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার

 আপডেট: ২০:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

রোজায় ভোগ্যপণ্য নিয়ে সমস্যা হবে না, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার

আসন্ন রোজায় ভোগ্যপণ্য নিয়ে আশ্বাসের কথা শুনিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজারের সাথে যারা অংশীজন আছেন, তাদের সঙ্গে সমন্বয় করে বাজারকে আমরা ব্যবস্থাপনার চেষ্টা করছি।

“এখন পর্যন্ত তেমন কোনো বিপত্তি হয়নি এবং আমি এটাও আপনাদের আশ্বস্ত করতে চাই রমজানেও ইনশা আল্লাহ সমস্যা হবে না।”

আশ্বাসের কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, “আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য- চিনি, তেল, ছোলা, খেজুর, পেঁয়াজ, আলু...আমি আপনাদের নিশ্চিত করতে চাই, আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নাই।”

রোববার রাজধানীর একটি হোটেলে ‘বণিক বার্তা’ আয়োজিত পলিসি কনক্লেভে বক্তব্য রাখছিলেন তিনি।

আয়োজনে আলোচনার মূল বিষয় ছিল ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীন করে দিতে চাই। বাজারে যাতে প্রতিযোগিতাবিরোধী কোনো কর্মকাণ্ড না ঘটে, মন্ত্রণালয়ের সেখানে কোনো হস্তক্ষেপ যেন না থাকে, সেদিকে আগাতে চাই।”

তিনি বলেন, “আমাদের নীতিগুলো ধনিক শ্রেণিকে সুবিধা দেওয়ার জন্য হয়েছে। ভোক্তা বা সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য এসব নীতি গ্রহণ হয় না। বিগত ১৫ বছর দেশে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ হয়নি। যদি সেটি না হয় তাহলে কর্মসংস্থান কীভাবে হবে? আমরা কার কাছ থেকে কর আদায় করব?”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমার মনে হয় শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার। কারণ বায়তুল মোকাররমের খতিবের যদি পালিয়ে যাওয়া লাগে, তাহলে বুঝতে হবে কী পরিমাণ ধ্বংস করা হয়েছে সবগুলো খাত।

“ব্যাংকগুলোকে গত ১৫ বছরে ক্রিমিনাল ইনস্টিটিউট হিসেবে তৈরি করা হয়েছে। ইসলামী ব্যাংককে ধ্বংস করা হয়েছে। আইনে দুর্বৃত্তায়ন করা হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ধ্বংস করা হয়েছে ১৫ বছর ধরে। ১২ হাজার কোটি টাকার একটা অপারেশন করে মাত্র ১৪২ জন।”

টিসিবির তালিকা নিয়ে অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “উপকারভোগীদের সংখ্যা এক কোটি, শুনতে ভালোই লাগছে। কিন্তু আমরা যখন প্রাথমিকভাবে যাচাই করেছি, দেখলাম ৪৩ লাখ ভুয়া।

“আমার ধারণা, এটি এক্সট্রা লেভেলে যাচাই করলে আরো ২০-২৫ লাখ ভুয়া পাওয়া যাবে। অন্যদিকে, ব্যবসায়ীরা টিসিবির টেন্ডারে অংশ নেন না। আমি অনুরোধ করছি আপনারা অংশ নিন।”

স্বল্প নয়, দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা বলেন, “ধান সংগ্রহে সরকারি সংগ্রহটা সীমিত করতে চাই। সরকারি সংগ্রহটা আমদানিনির্ভর হওয়া উচিত। তাহলে স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম নিয়ন্ত্রণ করা যাবে।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান বক্তব্য রাখেন।

প্যানেল আলোচনায় প্রবিধান ও সরকারি সংস্থা বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন চেয়ারপারসন এএইচএম আহসান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চেয়ারম্যান (সচিব) ড. মইনুল খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

পণ্য আমদানি, সরবরাহ ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল, টি কে গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মাদ মুস্তাফা হায়দার।

অভ্যন্তরীণ অর্থায়ন ও বাণিজ্য বিষয়ে আলোচনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

খুচরা বাজার নিয়ে বক্তব্য রাখেন এসিআই লজিস্টিকস লিমিটের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, কারওয়ান বাজার ২ নম্বর কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমেদ রাসেল।

ভোক্তা অধিকার নিয়ে আলোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন।

এছাড়া খাতসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাসহ সারা দেশের দুই শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী অনুষ্ঠানে অংশ নেন।