ভারতের বিকল্প চিকিৎসা হতে পারে কুনমিংয়ে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প কুনমিং হতে পারে। এ লক্ষ্যে চীনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।
চীন সফর শেষে দেশে ফিরে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বেইজিং যাওয়ার আগেই আমার কুনমিংয়ে ট্রানজিট ছিল। সে সময় কুনমিংয়ের ডেপুটি গভর্নরের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বাংলাদেশিরা যেন ভারতের বিকল্প হিসেবে কুনমিংয়ে চিকিৎসা নিতে পারে, সে বিষয়ে প্রস্তাব দিয়েছি। কেননা, এখন ভারতের ভিসা পেতে জটিলতা তৈরি হয়েছে।
উপদেষ্টা বলেন, গভর্নর আমাদের জানিয়েছেন, কুনমিংয়ে দুই-তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বিশেষায়িত করা হবে। তবে আমরা বলেছি, চিকিৎসার জন্য ভিসা পেতে যেন সহজ হয়, ভিসা ফিও যেন কমানো হয়।
এক প্রশ্নের উত্তরে মো. তৌহিদ হোসেন বলেন, পূর্বাচলে একটি হাসপাতাল নির্মাণে চীনের সঙ্গে আলোচনা চলছে। এটা প্রাইভেট-পাবলিক পার্টনারশিপেও হতে পারে।