বুধবার ২২ জানুয়ারি ২০২৫, মাঘ ৯ ১৪৩১, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কুয়েতে মানবপাচার ও জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

 প্রকাশিত: ০৯:০৩, ২২ জানুয়ারি ২০২৫

কুয়েতে মানবপাচার ও জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে মানবপাচার ও ডাকটিকেট জালিয়াতির অভিযোগে ৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিপার্টমেন্ট অফ রেসিডেন্সি এই অভিযান পরিচালনা করে বলে সোমবার স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতে প্রকাশিত সংবাদে বলা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন বাংলাদেশি অভিযোগ স্বীকার করে জানিয়েছেন, তারা শ্রমিকদের কাছ থেকে ভিসা বাবদ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ দিনার (বাংলাদেশি টাকায় প্রায় ৬ লাখ টাকা) পর্যন্ত অর্থ নিতেন। মানবপাচারের সঙ্গে জড়িত এ দলটি বাংলাদেশি শ্রমিকদের ভিসা পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিতেন।

তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল ডাকটিকেট তৈরির অভিযোগে আটক করা হয়। গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল ডাকটিকেট উদ্ধার করা হয়।

আরব টাইমস কুয়েতে উল্লেখ করা হয়, এ ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা দেশটিতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াইয়ের একটি অংশ।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সন্দেহভাজনদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।