বুধবার ২২ জানুয়ারি ২০২৫, মাঘ ৯ ১৪৩১, ২২ রজব ১৪৪৬

ব্রেকিং

আড়াই হাজারের বেশি ‘গায়েবি’ মামলা চিহ্নিত: আইন উপদেষ্টা এ বছর ৯ লাখ টন চাল আনবে সরকার: খাদ্য উপদেষ্টা বিয়ের ট্যাক্স প্রত্যাহার, কাবিননামায় ‘কুমারী’ শব্দ থাকবে না পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ বিডিআর জোয়ানের কারামুক্তিতে বাধা নেই ৪৭তম বিসিএস: আবেদনের সময় বাড়ল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নাইমুর রহমান দুর্জয়ের ফ্ল্যাট-গাড়ি জব্দ, অবরুদ্ধ ১২ হিসাব গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না কেন ভ্যাট বাড়ানো হলো, কিছুদিন পর জানা যাবে: অর্থ উপদেষ্টা জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের হাসপাতালেই ভোটার হচ্ছেন অভ্যুত্থানে আহতরা অতিবিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা করা ঠিক হবে না: ফখরুল সৌদি আরব: কর্মী ভিসায় লাগবে না মেনিনজাইটিস টিকা প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ফের সরিয়ে নিলেন ট্রাম্প

জাতীয়

আড়াই হাজারের বেশি ‘গায়েবি’ মামলা চিহ্নিত: আইন উপদেষ্টা

 আপডেট: ১৯:৪৫, ২১ জানুয়ারি ২০২৫

আড়াই হাজারের বেশি ‘গায়েবি’ মামলা চিহ্নিত: আইন উপদেষ্টা

বিগত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দেড় দশকে ২৫ জেলায় আড়াই হাজারের বেশি ‘গায়েবি’ মামলা চিহ্নিত করার তথ্য দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিগত ১৫ বছরে বহু ‘গায়েবি’ মামলা হয়েছে। অন্তর্বর্তী সরকার পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গেই এসব মামলা চিহ্নিত করার কাজ শুরু হয়।

“তবে এই উদ্যোগ (গায়েবি মামলা প্রত্যাহার) নিতে দেরি হয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে ২৫ জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গায়েবি হিসেবে চিহ্নিত করতে পেরেছি। এর বাইরেও অনেক থাকতে পারে। আগামী ৭ দিনের মধ্যে এগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।”

উপদেষ্টা বলেন, “আশা করছি, ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব।”

‘গায়েবি’ মামলা শনাক্তে কয়েকটি মানদণ্ড নির্ধারণের কথা তুলে ধরে তিনি বলেন, “যেমন, মামলাগুলো পুলিশ দায়ের করেছে কি না; বিস্ফোরক আইনে করা কি না; অস্ত্র আইনে করা কি না: কিংবা পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে কি না।

“গায়েবি মামলা প্রত্যাহারে এসব প্রবণতা আমরা নজরে রেখেছি। এসব মামলায় অনেক অজ্ঞাত আসামি থাকে। আমরা দেখেছি, মামলাগুলো হতো বিএনপিসহ বিরোধী দলগুলোর বড় বড় আন্দোলনের আগে-পরে।”

তিনি বলেন, “তিনটি ‘ভুয়া’ নির্বাচনের আগে-পরেও হয়েছে। এসব ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা আড়াই হাজারেরও বেশি মামলা শনাক্ত করেছি। এগুলো প্রত্যাহার হবে আশা করছি।”