সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বাংলাদেশ সময় ৫টা ২৫ মিনিটে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীরা জুরিখ বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
বিমানবন্দরে মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান জেনিভায় জাতিসংঘে বাংলাদেশের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।
এর আগে সোমবার রাত ১টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন প্রধান উপদেষ্টা।
সুইজারল্যান্ডের দাভোসে ২০ থেকে ২৪ জানুয়ারি এ সম্মেলন হচ্ছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল গনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করার সূচি রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি সংলাপে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন।
আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।