মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, মাঘ ৮ ১৪৩১, ২১ রজব ১৪৪৬

ব্রেকিং

আড়াই হাজারের বেশি ‘গায়েবি’ মামলা চিহ্নিত: আইন উপদেষ্টা এ বছর ৯ লাখ টন চাল আনবে সরকার: খাদ্য উপদেষ্টা বিয়ের ট্যাক্স প্রত্যাহার, কাবিননামায় ‘কুমারী’ শব্দ থাকবে না পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ বিডিআর জোয়ানের কারামুক্তিতে বাধা নেই ৪৭তম বিসিএস: আবেদনের সময় বাড়ল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত নাইমুর রহমান দুর্জয়ের ফ্ল্যাট-গাড়ি জব্দ, অবরুদ্ধ ১২ হিসাব গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না কেন ভ্যাট বাড়ানো হলো, কিছুদিন পর জানা যাবে: অর্থ উপদেষ্টা জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের হাসপাতালেই ভোটার হচ্ছেন অভ্যুত্থানে আহতরা অতিবিপ্লবী চিন্তা দিয়ে অস্থিরতা করা ঠিক হবে না: ফখরুল সৌদি আরব: কর্মী ভিসায় লাগবে না মেনিনজাইটিস টিকা প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ফের সরিয়ে নিলেন ট্রাম্প

জাতীয়

সৌদি আরব: কর্মী ভিসায় লাগবে না মেনিনজাইটিস টিকা

 প্রকাশিত: ১৫:৫৮, ২১ জানুয়ারি ২০২৫

সৌদি আরব: কর্মী ভিসায় লাগবে না মেনিনজাইটিস টিকা

এই টিকা না পেয়ে মঙ্গলবার ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশ ব্যক্তি।

ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক হলেও কর্মী ভিসার ক্ষেত্রে এই প্রতিষেধক দেওয়ার আবশ্যকতা নেই।

মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “যারা ওমরাহ বা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে যাবেন, তাদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক। তবে কর্মী হিসেবে যারা যাবেন, তাদের জন্য এই টিকা নেওয়া লাগবে না।”

মেনিনজাইটিস টিকা না পেয়ে এদিন ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকশ ব্যক্তি। তাতে ঘণ্টা দুয়েকের মতো আশপাশেরও সড়কেও যানজট সৃষ্টি হয়।ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে ‘বাধ্যতামূলক’ করে দেওয়া মেনিনজাইটিসের টিকার বিষয়ে সোমবার নির্দেশনা দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতে বলা হয়, যাত্রার অন্তত ১০ দিন আগে এ টিকা নিতে বলা হয়েছে। তবে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এ টিকা লাগবে না। আর যারা গত তিন বছরের মধ্যে এটি নিয়েছেন তারাও এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন।

মেনিনজাইটিস নানা রকমের হয়, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, নিসেরিয়া মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি। হাঁচি, কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেনিনজাইটিস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ। মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারদিকে যে সূক্ষ্ম টিস্যুস্তরের আবরণ রয়েছে, তাকে মেনিনজেস বলে।

ওমরাহ যাত্রীদের জন্যও মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক

“এ টিস্যু স্তরের আবরণে সংক্রমণের ফলে যে প্রদাহ হয়, তাকে বলে মেনিনজাইটিস। সাধারণত অণুজীবের সংক্রমণে এমনটি হয়।”

তিনি বলেন, “এটি হলে ঘাড় শক্ত হয়ে যায়। মানুষ অজ্ঞান হয়ে যায়। তীব্র জ্বর ওঠে। এবং ঠিকমতো চিকিৎসা না করলে মানুষ মারাও যেতে পারে। যেহেতু এটি সংক্রামক রোগ, সে কারণে পৃথিবীর অনেক দেশে, যেখানে অনেক লোক জড়ো হয়, সেখানে মেনিনজাইটিস টিকার ওপর জোর দেওয়া হয়।”