মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, মাঘ ৮ ১৪৩১, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৌদিতে হজযাত্রীদের জন্য বাড়িভাড়া এবার উন্মুক্ত দরপত্রে

 প্রকাশিত: ১২:২৩, ২০ জানুয়ারি ২০২৫

সৌদিতে হজযাত্রীদের জন্য বাড়িভাড়া এবার উন্মুক্ত দরপত্রে

প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সভায় ধর্ম উপদেষ্টা আ খ ম খালিদ হোসেন।

এবছর হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ও দুর্ভোগ কমাতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাড়িভাড়া নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ খ ম খালিদ হোসেন।

শনিবার রাতে জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

খালিদ বলেন, “অতীতের ভুলত্রুটি থেকে বের হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত দরপত্রের মধ্যদিয়ে হাজিদের জন্য সৌদি আরবে বাড়িভাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেগুলো গোয়েন্দা সংস্থা ও হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা তদারকি করছেন। আসন্ন হজ অর্থবহ করতে আমরা সবাই একযোগে কাজ করে যাচ্ছি।”

মক্কায় আন্তর্জাতিক হজ মেলা পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে উপদেষ্টা বলেন, “যেসব বাড়ি এক কিলোমিটারের বেশি দূরত্ব থাকবে সেসব হাজিদের হেরাম শরিফে যাতায়াতের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হবে। হজ মিশনে চিকিৎসাসেবার পাশাপাশি স্থানীয় ক্লিনিকগুলোর সঙ্গেও চুক্তি করা হবে।”

সভায় উপস্থিত প্রবাসীরা অভিযোগ করেন, “বিগত বছরগুলোতে আওয়ামী লীগের দলীয় লোকদের মাধ্যমে দূরের ও নিম্নমানের বাড়ি চড়া দামে ভাড়া নেওয়া হত। একারণে হাজিদের দুর্ভোগ পোহাতে হত এবং দেশের শত শত কোটি টাকা লুটপাট হতো।”

ধর্ম উপদেষ্টা জানান, এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ হজযাত্রী যাওয়ার কথা রয়েছে, তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার একশজন। হাজিদের জন্য বাড়িভাড়ায় দুর্নীতি রোধে কনস্যুলেট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম, আসলাম উদ্দিন এবং উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ।