শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, মাঘ ৫ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

ব্রেকিং

জুলাই ঘোষণাপত্রের খসড়ায় যা বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র তৈরিতে ‘তাড়াহুড়ো’ চায় না দলগুলো জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সবাই একমত: আইন উপদেষ্টা সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র: যে কারণে শিক্ষার্থীদের বারণ করেছিলেন ইউনূস এস আলম পরিবারের সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল, থাকছে ইসির অধীনেই মুগ্ধকে পুলিশই গুলি করেছিল: স্নিগ্ধ সোহরাওয়ার্দীতে সমাবেশ হলে ‘বইমেলা অসম্ভব’: মহাপরিচালকের চিঠি কারামুক্ত হলেন বাবর রাজনৈতিক দলের ঐকমত্যে হলে সংস্কার দ্রুত হবে: ইসি ‘গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি’ ঘোষিত

জাতীয়

জুলাই ঘোষণাপত্র: যে কারণে শিক্ষার্থীদের বারণ করেছিলেন ইউনূস

 প্রকাশিত: ১৮:৫৫, ১৬ জানুয়ারি ২০২৫

জুলাই ঘোষণাপত্র: যে কারণে শিক্ষার্থীদের বারণ করেছিলেন ইউনূস

যে একতায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই একতার ‘অবমাননা’ হতে পারে ভেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ‘এককভাব’ জুলাই ঘোষণাপত্র দিতে বারণ করা হয়েছিল বলে জানালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ইউনূস বলেন, "মাঝে একদিন ছাত্ররা এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে। প্রক্লেমেশন করবে। আমাকেও সেখানে থাকতে হবে।

"আমি বুঝতে চাইলাম কী প্রোক্লেমেশন দিচ্ছে। তারা আমাকে বলল। আমি বললাম, এটা হবে না। এটা আমার চাওয়াটাও ঠিক হবে না, তোমাদেরও করাটা ঠিক হবে না।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "তোমরা যদি ৫ অগাস্ট ফিরে যেতে চাও, তাহলে সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল, সেটা রিক্রিয়েট করতে হবে। এটা একা করা যাবে না।”

তিনি বলেন, "ওই দিনের (৫ অগাস্ট) পুরো অনুভূতিই ছিল এক হওয়ার অনুভূতি। কেউ বলে নাই, তুমি অমুক, তুমি তমুক।

“কাজেই তোমরা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে; এটা স্পষ্ট। এটা ছাড়া করাটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা ৫ অগাস্ট সৃষ্টি করেছিলে, সেটার অবমাননা হবে।”

ছাত্র-জনতার গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র তৈরির অংশ হিসেবে সর্বদলীয় এ বৈঠক আয়োজনের কথা মঙ্গলবার জানিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান উপদেষ্টা দেরিতে পৌঁছানোয় তা শুরু হয় বিকাল ৪টা ২০ মিনিটের দিকে।

নির্ধারিত সময়ের মধ্যেই বৈঠকস্থলে উপস্থিত হন বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

বরাবরের মত অন্তর্বর্তী সরকারের এই সংলাপে ডাক পায়নি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

স্বাগত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, "আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার খুব ভালো লাগে; মনে সাহস পাই। কারণটা স্পষ্ট। কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে। ঐক্যের দ্বারা এটা সৃষ্টি।

"যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, হঠাৎ দেখি একা পড়ে গেছি; আশপাশে কেউ নাই। তখন একটু দুর্বল মনে করি। যখন আপনার আবার সবাই একসঙ্গে হোন, মনের মধ্যে সাহস আসে যে একতাবদ্ধ আছি।"

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

গত ২৯ ডিসেম্বর ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে তারা। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিও দেয় তারা।

এ বিষয়ে ২৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, “এই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মত অপ্রাসঙ্গিক এবং ১৯৭২ সালের সংবিধানের ‘কবর’ রচনা করা হবে।”

প্রথমে সরকার এর সঙ্গে যুক্ত না হলেও পরে সরকারের তরফ থেকেই ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়।