বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, মাঘ ২ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

ব্রেকিং

দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত সোনার খনিতে অন্তত ১০০ শ্রমিকের মৃত্যু এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব ফ্রিজ, সম্পদ জব্দের আদেশ অবৈধ সম্পদের মামলায় এস কে সুর চৌধুরী কারাগারে ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি কখন মুক্তি পেতে পারেন বাবর? ১০ ট্রাক অস্ত্র: অস্ত্র আইনের মামলাতেও বাবর খালাস, মুক্তিতে ‘বাধা নেই’ তুরাগ তীরে ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু ‘ক্ষমতার অপব্যবহার করে’ পূর্বাচলে শেখ হাসিনা ও জয়ের প্লট, দুই মামলা দুদকের ‘আগের চেয়ে ভালো’ আছেন খালেদা জিয়া: ফখরুল খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার পরিকল্পনা হবে শুক্রবারের মধ্যেই মডেল তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস ক্ষমতা নেওয়ার আগেই বিশ্ব কূটনীতিতে ঝড় তুলছেন ট্রাম্প

জাতীয়

গাজীপুরে ডিবি পরিচয়ে প্রাণ গ্রুপের গাড়িতে ডাকাতি, ‘অর্ধকোটি টাকা

 প্রকাশিত: ১০:৩৮, ১৪ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ডিবি পরিচয়ে প্রাণ গ্রুপের গাড়িতে ডাকাতি, ‘অর্ধকোটি টাকা

গাজীপুর নগরে ডিবি পুলিশ পরিচয়ে প্রাণ-আরএফএল গ্রুপের একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৫৫ লাখ টাকা লুট করেছে বলে দাবি প্রাণ গ্রুপের এক কর্মকর্তার।

এ ছাড়া ডাকাতদের মারপিটে গাড়িতে থাকা প্রাণ-আরএফএল গ্রুপের এক কর্মকর্তা আহত হয়েছে।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে নগরের রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান।

আহত মো. হেলাল উদ্দিন (৫৬) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি প্রাণ-আরএফএল গ্রুপে ক্রেডিট রিয়াইলেজশন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার বিকে বাড়িতে প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো রয়েছে। দুপুরে সেখান থেকে হেলাল উদ্দিন বস্তায় টাকা ভরে একটি নোয়া মাইক্রোবাসে করে ঢাকার বাড্ডায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন।

হেলাল উদ্দিন বলেন, “ঢাকায় যাওয়ার পথে দুপুর সোয়া ২টার দিকে ডিবি পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি আমাদের মাইক্রোবাস থামানোর সিগন্যাল দেন। তাদের সঙ্গে সাদা পোশাকে আরও আট থেকে ১০ জন ছিলেন।


“এ সময় চালক মুজিবুর রহমান গাড়ি থামান। পরে ডিবি পরিচয়ধারীরা গাড়িতে জাল টাকা রয়েছে এবং চালক ও আমার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে মারধর শুরু করেন। এক পর্যায়ে তারা মাইক্রোবাসের চাবি ছিনিয়ে নেন।”

মজিবুর চিৎকার করলে ডাকাতরা আরও মারধর করে টেনে হেঁচড়ে তাদের মাইক্রোবাসে তুলে চোখমুখ বেঁধে ও হাতকড়া পরায় বলে জানান হেলাল উদ্দিন।

তিনি বলেন, “বেলা সোয়া ৩টার দিকে ডাকাতরা তাদের নগরের বাসন থানার নাওজোড় কড্ডা ব্রিজের কাছে ফেলে রেখে টাকার বস্তা নিয়ে অপর একটি গাড়িতে করে চলে যায়। পরে চিৎকার করলে আশেপাশের লোকজন আমাদের উদ্ধার করেন।”

ডাকাতদের নিয়ে যাওয়া বস্তায় ৫৫ লাখ ৪০ হাজার টাকা ছিল বলে দাবি প্রাণ-আরএফএল গ্রুপে কর্মকর্তা হেলাল উদ্দিনের।

ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ভুক্তভোগীদের নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মামলা কোন থানায়

ঘটনাস্থলটি পড়েছে জয়দেবপুর থানা ও গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রোপলিটন থানার মধ্যবর্তী এলাকায়। ফলে কোন থানায় মামলা হবে, তা সোমবার মধ্যরাত পর্যন্ত মীমাংসা হয়নি।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলটি সদর মেট্রোপলিটন থানা এলাকায় হওয়ায় সেখানেই মামলা করতে বলা হয়েছে।”

অন্যদিকে সদর মেট্রোপলিটন থানার ওসি আরিফুল ইসলাম বলেন, “আমাদের দুজন কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘটনাস্থল কোন থানায় পড়েছে, সেটি যাচাই করে রাতেই মামলা নেওয়া হবে।”