বুধবার ০৮ জানুয়ারি ২০২৫, পৌষ ২৫ ১৪৩১, ০৮ রজব ১৪৪৬

ব্রেকিং

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন ইসলামী ব্যাংকের অর্থ ‘আত্মসাৎ’, এস আলমের ছেলের বিরুদ্ধে আরেকটি মামলা হচ্ছে সম্পত্তির নিলাম ঠেকাতে আদালতে যাচ্ছে এস আলম গ্রুপ লন্ডনে খালেদা জিয়া, মাকে স্বাগত জানান তারেক রহমান ফ্যাক্ট চেকারদের আর ব্যবহার করবে না ফেইসবুক, ইনস্টাগ্রাম নির্বাচকদের সঙ্গে দুই দফায় আলোচনার পর ‘সময় নিলেন’ তামিম তিব্বতে ভূমিকম্পে অন্তত ১২৬ জনের প্রাণহানি, জীবিতদের খোঁজে অনুসন্ধান চলছে বেনজীরের স্ত্রী-কন্যার আয়কর নথি জব্দের আদেশ মোটরসাইকেল, ফ্রিজ, এসি শিল্পে আয়কর দ্বিগুণ হল নোট-গাইডের বিরুদ্ধে ‘কঠোর অবস্থানে’ সরকার: এনসিটিবি চেয়ারম্যান শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত হাসিনা, রেহানা ও তাদের সন্তানদের ব্যাংক হিসাব তলব

জাতীয়

স্বজনদের কাছে ফিরলেন ভারতে আটক জেলে ও নাবিকরা

 প্রকাশিত: ১৪:১২, ৭ জানুয়ারি ২০২৫

স্বজনদের কাছে ফিরলেন ভারতে আটক জেলে ও নাবিকরা

আন্তর্জাতিক সমুদ্রসীমায় মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক এবং ঝড়ে ট্রলার ডুবে উদ্ধার ৯০ বাংলাদেশি নাবিক ও জেলে দেশে আসার পর স্বজনদের কাছে ফিরেছেন।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের সদস্য এবং ফিশিং ভেসেলের মালিকদের কাছে হস্তান্তর করেন।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কোস্ট গার্ড পূর্বজোনের কমান্ডার জহিরুল হক সাংবাদিকদের বলেন, গত বছর ৯৫ জন জেলে ভারতের ছয়টি ফিশিং বোট আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

অন্যদিকে গত ৯ ডিসেম্বর ৭৮ জন নাবিক ও জেলেসহ বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল আটক করে ভারতীয় কোস্ট গার্ড। তাদের অভিযোগ, বাংলাদেশি ফিশিং ভেসেল দুটি তাদের সীমানায় মাছ ধরছিল।

এছাড়া গত ১২ সেপ্টেম্বর একটি বাংলাদেশি ট্রলার ডুবে গেলে ১২ জন জেলেকে উদ্ধার করে ভারতে নিয়ে যায় সেদেশের কোস্ট গার্ড।

পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেরানোর উদ্যোগ নেয়। দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। দায়িত্ব দেওয়া হয় কোস্ট গার্ডকে।

সে প্রক্রিয়ার অংশ হিসবে গত রোববার আন্তর্জাতিক জলসীমানায় উভয় দেশের হাতে আটক নাবিক ও জেলেদের হস্তান্তর করা হয়।

ভারতের কোস্ট গার্ডের হাতে আটক ‘এফবি লায়লা-২‘ ও ‘এফবি মেঘনা-৫’সহ ৯০ জন নাবিক ও জেলেকে সোমবার রাতে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা জহিরুল হক বলেন, “আমরা ফেরত আসা নাবিক ও জেলেদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি।”