দুদিন বৃষ্টির পর শৈত্যপ্রবাহের আভাস
দেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এরপর সারাদেশের তাপমাত্রা কমে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।
সোমবার আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
পরদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পশ্চিমা লঘুচাপের প্রভাবে উত্তরাঞ্চলে সামান্য বৃষ্টি হবে। এরপর তাপমাত্রা কমবে; ৯/১০ তারিখে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।”
আবহাওয়ার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে এক থেকে তিনটি। এ মাসেই এক-দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
বুলেটিনে বলা হয়েছে, সোমবার রংপুর বিভাগের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে; তবে দেশের অন্যান্য এলাকার পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে যশোরে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস দেখেছে রাঙামাটি।