মঙ্গলবার ০৭ জানুয়ারি ২০২৫, পৌষ ২৪ ১৪৩১, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

 প্রকাশিত: ১৪:৫৬, ৫ জানুয়ারি ২০২৫

সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রশিক্ষণ চলা অবস্থায় অব্যাহতি পাওয়া দুই শতাধিক এসআই।

রোববার সকালে সচিবালয়ের বিপরীত পাশে জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু করেন পুলিশের চাকরি খোয়ানো এসব ব্যক্তি।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে।

গত তিন মাসে চার দফায় এসব ব্যবস্থা নেওয়া হয়। সবশেষ ব্যবস্থা নেওয়া হয় গেল ১ জানুয়ারি, সেদিন আটজনকে অব্যাহতি দেওয়া হয় প্রশিক্ষণ মাঠে উচ্চ স্বরে হইচই করার অভিযোগে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক বছর ট্রেনিং নেওয়ার পর এ ধরনের একটি সামান্য ব্যাপার নিয়ে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা চাকরি পুনর্বহাল চাই।

“সবাই আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান; বাকি ট্রেনিং শেষ করে অতিদ্রুত কাজে যোগদানের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা সকাল ৯টার দিকে ৪০তম ব্যচের অব্যাহতিপ্রাপ্ত সবাই এখানে এসেছি। আমাদেরকে একজন জানাল, ভেতরে উনারা মিটিং করছে।”

সাজেদুল হাসান নামের একজন বলেন, “বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি প্রদানের প্রতিবাদে এবং ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে আমরা অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টর অবস্থান কর্মসূচি পালন করছি।”

রবিউল ইসলাম নামের আরেকজন বলেন, “শৃঙ্খলাভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এটা আমাদের প্রতি অবিচার করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না৷

“আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত আমাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য৷”

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাকরির সব ধরনের পরীক্ষা দিয়ে, সকল যোগ্যতা পরিপূর্ণ করে ট্রেনিং নিয়েছে। সেখানে কোনো কারণ ছাড়া সম্পূর্ণ অযৌক্তিকভাবে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

“আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আইজিপি স্যার বরাবর এবং গুরুত্বপূর্ণ সব দপ্তরে স্মারকলিপি দিয়ে কোনো প্রতিকার পাইনি- বাধ্য হয়ে এখানে এসেছি; দেখি উনারা কী ব্যবস্থা নেন।”

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টার দিকে দুই-আড়াইশত অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর সচিবালয়ের উল্টোপার্শের রাস্তায়- জিরো পয়েন্টের কাছে অবস্থান কর্মসূচি পালন করছে।”