রোববার ০৫ জানুয়ারি ২০২৫, পৌষ ২১ ১৪৩১, ০৫ রজব ১৪৪৬

ব্রেকিং

তিন মেয়াদে ভুয়া সংসদে ভুয়া এমপি-স্পিকার ছিল: ড. ইউনূস আজকে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল নতুন পেঁয়াজের কেজি ৩৫ টাকা, চাষির মাথায় হাত তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষ দেশব্যাপী জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের অর্থনীতি ধ্বংস করেছে হাসিনা ও তার পরিবার: জামায়াত আমির বিগত তিন নির্বাচনের অনিয়ম-ত্রুটি খুঁজে বের করবে ইসি ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৮ হাজারের বেশি প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি লাখ টাকা ছাড়ালো এক কেজি ওজনের ইলিশের মণ নতুন ভাইরাস এইচএমপিভি, মহামারির শঙ্কা ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক বিদায় বেলায় ইরানে হামলার খায়েস বাইডেনের

জাতীয়

বাধ্যতামূলক অবসরে আরও ৩ অতিরিক্ত আইজিপি

 প্রকাশিত: ২০:৪৮, ১ জানুয়ারি ২০২৫

বাধ্যতামূলক অবসরে আরও ৩ অতিরিক্ত আইজিপি

সরকারে পালাবদলের পর এবার পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

তারা হলেন-পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি সেলিম মো. জাহাঙ্গীর এবং পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান।

বুধবার এক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইনের ৪৫ ধারাবলে ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানোর আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ধারাবলে সরকার চাইলে কারণ দর্শানো ছাড়াই প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে চাকরি থেকে অবসর দিতে পারে। এতে চাকরি হারানো কারও আপিলেরও সুযোগ থাকে না।

৪৫ ধারায় বলা হয়েছে, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যেকোনো সময় কোনো কর্মকর্তাকে পেনশনে পাঠাতে পারবে। তবে এসময় তিনি সব সুযোগ-সুবিধা বা পেনশনাদি পাবেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এ তিনজনকে নিয়ে এখন পর্যন্ত চাকরির মেয়াদ ২৫ বছর পার হওয়া ৩০ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ তালিকা আরও বড় হতে পারে বলে তথ্য দিয়েছেন কর্মকর্তারা।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ছয়জনকে।

তারা হলেন- অতিরিক্ত আইজি দেবদাস ভট্টাচার্য ও আরআরএফের পুলিশ সুপার মীজানুর রহমান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি (সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম হাফিজ আক্তার, রাজারবাগ পুলিশ লাইনসের টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) বশির আহম্মদ, ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার শামীম অর রশীদ তালুকদার, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার মো. দাদন ফকির।

তার আগে গত ২২ অগাস্ট বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের প্রধান (অতিরিক্ত আইজি) মো. মাহাবুবর রহমান এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে।

এর আগের দিন ২১ অগাস্ট পুলিশের সদরের অতিরিক্ত আইজি আতিকুল ইসলাম, সংখ্যাতিরিক্ত অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত আনোয়ার হোসেন এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার (ডিআইজি পদমর্যাদার) মো. আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হয়।

আর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গত ১৩ আগস্ট পুলিশের আলোচিত কর্মকর্তা এসবির অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম ও ডিএমপির সদ্য সাবেক কমিশনার হাবিবুর রহমানকে অবসরে পাঠানো হয়।

একই দিনে অবসরে পাঠানো হয় রংপুর মহানগর পুলিশের কমিশনার (ডিআইজি পদমর্যাদার) মো. মনিরুজ্জামান ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনকে।

ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ অগাস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তার সরকারের সময় আইজিপি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন ৬ অগাস্ট তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এখন কারাগারে।