শনিবার ০৪ জানুয়ারি ২০২৫, পৌষ ২১ ১৪৩১, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

‘মার্চ ফর ইউনিটি’: শহীদ মিনার এলাকায় নিরাপত্তায় ২৭০০ পুলিশ

 আপডেট: ২০:০৮, ৩১ ডিসেম্বর ২০২৪

‘মার্চ ফর ইউনিটি’: শহীদ মিনার এলাকায় নিরাপত্তায় ২৭০০ পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি' কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তায় ২ হাজার ৭০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই পুলিশ সদস্যরা শহীদ মিনারসহ আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, "এমন ধরনের প্রোগ্রাম হলে সার্বিক দিক বিবেচনায় যেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, আজও তেমনটি রয়েছে। শহীদ মিনারের তিন দিকের পয়েন্টসহ দোয়েল চত্বর, টিএসসির মত আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।

"আমাদের আশপাশের সড়কগুলোতে চেকপোস্ট রয়েছে। এছাড়া মোবাইল টিমগুলো মোটরসাইকেলে ও গাড়িতে পেট্রোল করছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সকল ধরনের ব্যবস্থা রয়েছে আমাদের।"

‘মার্চ ফর ইউনিটি’র মূল কর্মসূচি বিকাল ৪টায় শুরু হলেও সারা দেশ থেকে শিক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেন।

এ কর্মসূচি থেকেই মঙ্গলবার ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কথা ছিল। তবে আগের রাতে জরুরি বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দেয়, অন্তর্বর্তী সরকারই ওই ঘোষণাপত্র দেবে, তাতে তাদের সমর্থন থাকবে।

ঘোষণাপত্র দেওয়া পেছালেও শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি বহাল রাখা হয়। জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি কেমন হবে তা শহীদ মিনারের কর্মসূচিতে তুলে ধরা হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের প্রোগ্রাম উপলক্ষে গতকালই তাদের সঙ্গে আমাদের একটা কো-অর্ডিনেশন মিটিং হয়েছে। তারা বলেছে শহীদ মিনারে ২ থেকে আড়াই লাখ লোকের একটা সমাগম হবে।

"সে অনুযায়ী তাদের গাড়িগুলো কোথায় পার্ক করা হবে এসব বিষয়সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"

তিনি বলেন, "রেগুলার পুলিশ সদস্যদের পাশাপাশি ওই এলাকায় ২ হাজার ৭০০ বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সমন্বয়কদের সাথে কথা হয়েছে, তারা সন্ধ্যার মধ্যে প্রোগ্রামটি শেষ করে দেবে।

"বিকাল সাড়ে ৪টা থেকে 'থার্টি ফার্স্ট' ঘিরে নিরাপত্তায় আরেকটা টিম মাঠে নামবে। শহীদ মিনারের প্রোগ্রাম এবং থার্টি ফার্স্টের প্রোগ্রাম ঘিরে নিরাপত্তার কোনো ঘাটতি নাই। আমরা কোনো অমূলক ঘটনার আশঙ্কা করছি না।"

শহীদ মিনারের অনুষ্ঠান ঘিরে বেলা ৩টা পর্যন্ত আশপাশের সড়কে যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। অনুষ্ঠানস্থলে চাপ বাড়লে ট্রাফিক বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।