শনিবার ০৪ জানুয়ারি ২০২৫, পৌষ ২১ ১৪৩১, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’তে ছাত্র-জনতার ঢল

 আপডেট: ১৬:৫৪, ৩১ ডিসেম্বর ২০২৪

শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’তে ছাত্র-জনতার ঢল

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি' কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় এই অনুষ্ঠান শুরুর কথা থাকলেও তা শুরু হয় এক ঘণ্টা বাদে।

এই কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা মিছিল আর ব্যানার, পতাকা, ফেস্টুন নিয়ে জড়ো হতে শুরু করেন।

তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস, জাস্টিস, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ'-এমন নানা স্লোগান দিতে থাকেন।

সমাবেশস্থলে পুলিশ, পুলিশের ডগ স্কোয়াড, র‌্যাব, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

শহীদ মিনারে ডিজিটাল পর্দায় দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের তথ্যচিত্র, শেখ হাসিনা সরকারের আমলে দমন-পীড়নের চিত্র।

ঢাকার ডেমরা থেকে আসা কলেজ শিক্ষার্থী আসিফ মাহতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পূর্বঘোষণা অনুযায়ী আজ এখানে এসেছি। এখানে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে।

“জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র আসার কথা তার আলোকে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে।"

মিরপুর থেকে আসা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শাকিল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুলাইয়ে আমরা যে শহীদ ভাইদের হারিয়েছে, তাদের আমরা স্মরণ করব।

“নতুন যে বাংলাদেশ আমরা চাই, সে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই আজ এখানে আসা।”

মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকেই মঙ্গলবার ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা ছিল। তবে সোমবার রাতে জরুরি বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দেয়, অন্তর্বর্তী সরকার একই ধরনের ঘোষণাপত্র তৈরি করছে, আর তাতে সমর্থন আছে তাদের।

তবে শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি বহাল থাকছে, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি কেমন হবে তা শহীদ মিনারের কর্মসূচিতে তুলে ধরা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।