সচিবালয়ে পোড়া ভবনটি মেরামত করা যাবে, ধারণা গণপূর্তের প্রকৌশলীর
আগুনে পুড়ে যাওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবনটি মেরামত করে আবার ব্যবহারোপযোগী করা যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী।
সচিবালয়সহ সরকারি স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এ বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভুঁইয়া সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রকৌশলী মান্নান বলেন, “আমাদের উচ্চ পর্যায়ের কয়েকটি টিম তদন্ত করছে। ভবনের অবস্থা কী, ভবনের মেরামতের বিষয়ে স্যাররা মতামত দেবেন। গণপূর্তের বড় ডিজাইনার, বুয়েটের স্যাররা আসছেন। এক্সপার্ট টিমে বড় বড় ইঞ্জিনিয়াররা আছেন। তারা পরিদর্শন করছেন।
“আজকেও দেখে গেছেন তারা। সমস্ত কিছু দেখে তারা প্রতিবেদন দেবেন।তবে প্রাথমিকভাবে মনে হয়েছে ভবনটি মেরামত করা সম্ভব।“
গত বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস দশ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। আগুনে ষষ্ঠ থেকে নবম তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলার অধিকাংশ নথি পুড়ে যায়।
মান্নান বলেন, দশ তলা ভবনটির প্রতি ফ্লোরে ৪০ থেকে ৫০টি কক্ষ রয়েছে। মোট চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব ফ্লোরে থাকা ছয়টি মন্ত্রণালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে।
সেদিন রাতে ভবনটির উপরের দিকে একটি ফ্লোরে এমাথা থেকে ওমাথা আগুন জ্বলতে দেখা যায়, যার ভিত্তিতে নাশকতার সন্দেহের কথা বলা হচ্ছে।
আগুনের সূত্রপাত কয় জায়গায় ছিল জানতে চাইলে গণপূর্তের এই প্রকৌশলী বলেন, “এটা ফায়ার সার্ভিস বলতে পারবে। তবে আমরা সেখানে গিয়ে অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। অনেকগুলো কমিটি তদন্ত করছে। তারা বলতে পারবে এটা কীভাবে হয়েছে।”
ভবনটি এখনো পুলিশের হেফাজতে রয়েছে, গণপূর্তের কাছে এখনো হস্তান্তর করা হয়নি বলে জানান তিনি।
হস্তান্তর করার পর মেরামত করতে কতদিন লাগতে পারে জানতে চাইলে প্রকৌশলী মান্নান বলেন, “কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে, কী ধরনের ক্ষতি হয়েছে এগুলো দেখে কমিটি প্রতিবেদন দেওয়ার পর আমরা ধারণা করতে পারব।”