বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, পৌষ ১৯ ১৪৩১, ০২ রজব ১৪৪৬

ব্রেকিং

হাসিনাকে ফেরানো আর স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে: পররাষ্ট্র উপদেষ্টা এমপিও ভুক্ত শিক্ষকরা জানুয়ারি থেকে ইএফটি’র মাধ্যমে বেতন পাবেন: শিক্ষা উপদেষ্টা রেমিটেন্সের জোয়ারে ডিসেম্বরে এল ২.৬৪ বিলিয়ন, বাড়ল ৩৩% বাধ্যতামূলক অবসরে আরও ৩ অতিরিক্ত আইজিপি যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০ দুয়ার খুলল বাণিজ্য মেলা: ২০২৫ সালের বর্ষপণ্য আসবাব বন্ধের নোটিস প্রত্যাহার, খুলে দেওয়া হয়েছে এস আলমের ৯ কোম্পানি বায়তুল মোকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে: ধর্ম উপদেষ্টা মাদারীপুর হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই ৬ মাস, ভোগান্তি নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে রকেট ছুড়ল হামাস

জাতীয়

প্রাতিষ্ঠানিক সংস্কারই টেকসই গণতন্ত্র রক্ষা করবে: উপদেষ্টা নাহিদ ও মাহফুজ

 প্রকাশিত: ১৮:০৬, ৩০ ডিসেম্বর ২০২৪

প্রাতিষ্ঠানিক সংস্কারই টেকসই গণতন্ত্র রক্ষা করবে: উপদেষ্টা নাহিদ ও মাহফুজ

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও মো. মাহফুজ আলম জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে ঐকমত্যের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক সংস্কারই প্রকৃত ও টেকসই গণতন্ত্রের বীজ বপন করতে পারে। আর এটাই বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যত রক্ষা করবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ : সংস্কার ও বৈদেশিক নীতি’ বিষয়ক ‘ফরেন পলিসি ডায়ালগ’ সিরিজের প্রথম পর্বে উত্থাপিত প্রশ্নের জবাবে তারা এ অভিমত ব্যক্ত করেন।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি  উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা মাহফুজ আলম সংলাপে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলী নিয়ে একটি বিশেষ সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

তরুণ উপদেষ্টাদের নির্ভীক ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্র সচিব বলেন, তরুণরা আবারও প্রমাণ করেছে যে, তারা দেশের ইতিহাসের যেকোনো সংকটে নেতৃত্বের ভূমিকা নিতে পারে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি উপদেষ্টাদের সঙ্গে পররাষ্ট্রনীতি, সংস্কার, গণঅভ্যুত্থান ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তাদের মতামত জানতে এই আলোচনার সূত্রপাত করেন।

একটি আকর্ষণীয় প্রশ্নোত্তর অধিবেশনে মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তারা উপদেষ্টাদের প্রশ্ন জিজ্ঞাসা করার ও উত্তর জানার সুযোগ পায়। সংলাপে আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় তুলে ধরা হয়।

এক প্রশ্নের জবাবে উভয় উপদেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে গড়ে তোলার ব্যাপারে একমত হয়ে বলেন, পররাষ্ট্র নীতিতে বলিষ্ঠ অবস্থান নিতে একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা নিতে সক্ষম করে তুলতে সমস্ত উদ্যোগকে সমর্থন দেওয়া হবে।

দুই উপদেষ্টাকে জুলাই-আগস্ট বিপ্লবের স্মরণে স্মারকও প্রদান করা হয়।