বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, পৌষ ১৯ ১৪৩১, ০২ রজব ১৪৪৬

ব্রেকিং

হাসিনাকে ফেরানো আর স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে: পররাষ্ট্র উপদেষ্টা এমপিও ভুক্ত শিক্ষকরা জানুয়ারি থেকে ইএফটি’র মাধ্যমে বেতন পাবেন: শিক্ষা উপদেষ্টা রেমিটেন্সের জোয়ারে ডিসেম্বরে এল ২.৬৪ বিলিয়ন, বাড়ল ৩৩% বাধ্যতামূলক অবসরে আরও ৩ অতিরিক্ত আইজিপি যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০ দুয়ার খুলল বাণিজ্য মেলা: ২০২৫ সালের বর্ষপণ্য আসবাব বন্ধের নোটিস প্রত্যাহার, খুলে দেওয়া হয়েছে এস আলমের ৯ কোম্পানি বায়তুল মোকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে: ধর্ম উপদেষ্টা মাদারীপুর হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই ৬ মাস, ভোগান্তি নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে রকেট ছুড়ল হামাস

জাতীয়

তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত

 আপডেট: ১১:৩৪, ৩০ ডিসেম্বর ২০২৪

তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে সরকারের নতুন সিদ্ধান্ত

 তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে সই করেছেন উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদ-এর অনুসারীরা পূর্ব হতে জেলা ও উপজেলায় যে সকল মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছে, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিবদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে তাবলিগ জামাতের সাদ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, আমরা কাকরাইল মসজিদের বিষয়ে বৈষম্যবিরোধী সরকারের কাছে বৈষম্যবিরোধী সিদ্ধান্ত আশা করছি। সারাদেশে জুবায়েরপন্থিরা বিভিন্ন মারকাজ ও মসজিদ দখল, আমাদের সাথীদের আমলে বাধা প্রদান, ভয়াবহ জুলুম, দেশব্যাপী মব জাস্টিস ও ম্যাসাকার চালাচ্ছে আমরা আশা করছি এই প্রজ্ঞাপনের দ্বারা এই বিষয়টি দ্রুত সমাধান হবে। প্রশাসন সৃষ্ট জটিলতা নিরসনে এগিয়ে আসবে এবং আন্তরিক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। আমরা তাদের অনুরোধ করব দেশকে অস্থিতিশীল করতে ও ধর্মীয় ভ্রাতৃঘাতি সংঘাতের পথ থেকে আপনারা ফিরে আসুন। তাবলিগের সাথে এসব বেমানান, ইসলামকে আর ছোট করবেন না।

মো. সায়েম আরও বলেন, নিরপেক্ষতা বজায় রেখে রাষ্ট্রের নাগরিকদের মৌলিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান আমরা জানাচ্ছি। আমরা উভয়পক্ষ ও সরকারের দায়িত্বশীলদের সঙ্গে বসে ধর্মীয় এই সংঘাত বন্ধে বরাবরের মতোই  সমাধানে পৌঁছতে আগ্রহী। পাশাপাশি তাবলিগের শীর্ষ মুরুব্বিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়া তাবলিগের শীর্ষ মুরুব্বি শায়খুল হাদিস মাওলানা জিয়া বিন কাসেম ও মুফতি মুআজ বিন নূরের নিঃশর্ত মুক্তি চাই।