কড়া নিরাপত্তায় সচিবালয়, প্রবেশাধিকার নিয়ন্ত্রিত
সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অফিস করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। উপদেষ্টা, সচিব এবং সংস্থা প্রধান ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
গত ২৭ ডিসেম্বর দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রোববার প্রথম কর্ম দিবসে খুলছে সচিবালয়।
কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা প্রবেশ পথে গাড়ি ছেড়ে দিয়ে পরিচয় পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন।
এদিকে, জরুরি দর্শনার্থীদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আব্দুল গনি রোডে পৃথক বুথ চালু করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা আপাতত সচিবালয়ে ঢুকতে পারছেন না। তারা গেটের বাইরে অবস্থান করছেন।
এক নম্বর গেট দিয়ে ঊর্ধ্বতনরা গাড়ি নিয়ে ঢুকছেন। দুই নম্বর ও পাঁচ নম্বর গেট দিয়ে বাকিরা পায়ে হেঁটে প্রবেশ করছেন।
পাঁচ নম্বর গেটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, কেবলমাত্র স্মার্ট কার্ডধারী সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারছেন। অন্য কোনো ধরনের ভিজিটর বা সাংবাদিক কেউই এখান দিয়ে যাওয়ার অনুমতি নেই।
পুলিশ জানায়, কেবল সচিব ও উপদেষ্টা এবং অগ্নিকাণ্ডের তদন্তে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কোনো কর্মকর্তাকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
সচিবালয়ে গাড়ি ঢুকতে না দেয়ায় সচিবালয়ের চতুর্পাশে পার্কিং জনিত কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আব্দুল গনি রোড, প্রেসক্লাব এলাকার লিংক রোড, জিপিএ এলাকার সড়কে বিপুল সংখ্যক গাড়ি পার্কিং করতে দেখা গেছে।
অগ্নিকাণ্ডের পর সব অস্থায়ী বেসরকারি পাস ও সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে প্রবেশ আপাতত স্থগিত রাখা হয়েছে।
সাংবাদিকদের প্রবেশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে। অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে প্রবেশ বন্ধ রাখায় সচিবালয়ে নিয়মিত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকরা বিপাকে পড়েছেন। সকাল থেকে গেটের বাইরে তারা প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন।