বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, পৌষ ১৯ ১৪৩১, ০২ রজব ১৪৪৬

ব্রেকিং

হাসিনাকে ফেরানো আর স্বার্থের বিষয়গুলো পাশাপাশি চলবে: পররাষ্ট্র উপদেষ্টা এমপিও ভুক্ত শিক্ষকরা জানুয়ারি থেকে ইএফটি’র মাধ্যমে বেতন পাবেন: শিক্ষা উপদেষ্টা রেমিটেন্সের জোয়ারে ডিসেম্বরে এল ২.৬৪ বিলিয়ন, বাড়ল ৩৩% বাধ্যতামূলক অবসরে আরও ৩ অতিরিক্ত আইজিপি যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০ দুয়ার খুলল বাণিজ্য মেলা: ২০২৫ সালের বর্ষপণ্য আসবাব বন্ধের নোটিস প্রত্যাহার, খুলে দেওয়া হয়েছে এস আলমের ৯ কোম্পানি বায়তুল মোকাররমকে দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা হবে: ধর্ম উপদেষ্টা মাদারীপুর হাসপাতালে জলাতঙ্কের টিকা নেই ৬ মাস, ভোগান্তি নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে রকেট ছুড়ল হামাস

জাতীয়

সাদপন্থি আরেক শীর্ষ নেতা গ্রেপ্তার

 আপডেট: ১৯:২৫, ২৮ ডিসেম্বর ২০২৪

সাদপন্থি আরেক শীর্ষ নেতা গ্রেপ্তার

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থী অনুসারীদের আক্রমণে নিহতের ঘটনায় মাওলানা সাদ অনুসারী নেতা জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছিল।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটনের ডবলমুরিং থানা এলাকা থেকে জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটনের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো.  রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় টঙ্গী পশ্চিম থানার একটি মামলা হয়। ওই মামলায় চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে টঙ্গী থানা পুলিশ তাকে এখান থেকে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যায়।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা রাতের আঁধারে ঘুমন্ত আলেম ও সাধারণ মানুষের উপর আক্রমণ করে হত্যা ও জখমের মতো গুরুতর অপরাধে লিপ্ত হয়। এতে ৩ জন নিহত ও অর্ধশত আহত হয়। এ ঘটনায় পরদিন (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়। ওই মামলায় জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২০১৮ সালের পহেলা ডিসেম্বর সাদপন্থী অনুসারীরা একই রকম হত্যা ও জখমের মতো ঘটনা ঘটিয়েছিল।

অনলাইন নিউজ পোর্টাল ২৪