শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৩ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে আগুন: আহত ফায়ার ফাইটারের মৃত্যু

 প্রকাশিত: ১০:৫৮, ২৬ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ে আগুন: আহত ফায়ার ফাইটারের মৃত্যু

সচিবালয়ের সামনে আগুন নির্বাপণের কাজের সময় ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।

মো. সোহানুর জামান নয়ন নামের ওই ফায়ার ফাইটারের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন হলেও সর্বশেষ তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে দায়িত্বরত ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর বুধবার রাত ১ টা ৫২ মিনিটে পান তারা। দুই মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়।

পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান।


পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে এসে নয়নের মৃত্যুর খবর দেন।

তিনি বলেন, “আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।”

ওই ব্রিফিংয়েই সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান মহাপরিচালক।

তিনি বলেন, “৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছিল। আমরা আশা করছি, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নেভানোর কাজ শেষ হবে।"

ফায়ার সার্ভিস জানিয়েছে, ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন ২০২২ সালে ৬১তম ব্যাচে যোগ দিয়েছিলেন অগ্নি নির্বাপক বাহিনীতে। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। ২৪ বছর বয়সী নয়ন ছিলেন দুই ভাইবোনের মধ্যে ছোট।