শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, পৌষ ১২ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে এক গেইট দিয়ে প্রবেশে বেগ

 প্রকাশিত: ১০:৫৬, ২৬ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ে এক গেইট দিয়ে প্রবেশে বেগ

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখানে প্রবেশে বেগ পেতে কর্মকর্তা-কর্মচারীদের।

অফিস সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে তারা এলেও কেবল ৫ নম্বর গেইট খোলা থাকায় প্রচণ্ড ভিড় দেখা গেছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা সোহরাব উদ্দিন বলেন, ‘‘এতো ভিড়, কীভাবে যাব বুঝতে পারছি না। সেজন্য বাইরে দাঁড়িয়ে আছি।”

“দেখতেই পারছেন কেমন ঠেলাঠেলি করে ঢুকছেন অফিসাররা।”

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, স্বাভাবিক সময়ে ১, ২, ৩ ও ৫ নম্বর গেইট খোলা থাকলেও এখন কেবল ৫ নম্বর গেইট খোলা রয়েছে। সেখান পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করা গেলেও ভিড়ের কারণে বেগ পেতে হচ্ছে।

প্রচণ্ড ভিড় ডিঙানো কঠিন ঠেকছে অনেকের কাছে।


বাইরে দাঁড়িয়ে থাকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী হাফিজা খাতুন বলেন, “সকাল সাড়ে ৮টায় এসেছি। এখন ৯টা ১৫ মিনিট বাজে, ভেতরে যেতে পারিনি।”

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা (অডিটর) ইমাম হাসান বলেন, “ভেতরে আমাদের লোক আছে, পরিস্থিতি স্বাভাবিক।

“আমরাও ধীরে ধীরে ঢুকব, প্রয়োজনে শুধু স্বাক্ষর করে বের হয়ে যাব।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর বুধবার রাত ১ টা ৫২ মিনিটে পান তারা। দুই মিনিটের মধ্যে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন। তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। পরে হাসপাতালে নয়নের মৃত্যু হয়।