বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, পৌষ ১১ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্রেকিং

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন জানুয়ারির প্রথমার্ধে কেবলমাত্র একটা নির্বাচনের জন্য ২ সহস্রাধিক মানুষ শহিদ হননি : আসিফ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক ১৩ বাংলাদেশি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার : রিউমার স্ক্যানার মোজাম্বিকে সংঘাতে দোকানপাট লুট, সরকারের সহায়তা চাইলেন বাংলাদেশিরা জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ বিসিএস প্রশাসন ক্যাডারের ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে কোপান ইরফান, জানাজানির ভয়ে বাকিদেরও হত্যা: র‌্যাব আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতার নিরসন শীঘ্রই: আব্দুল্লাহ হামুদি আজারবাইজানের উড়োজাহাজ কাজাখস্তানে বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

জাতীয়

অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক ১৩ বাংলাদেশি

 প্রকাশিত: ১৭:০৬, ২৫ ডিসেম্বর ২০২৪

অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক ১৩ বাংলাদেশি

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

রোববার রাতে গোয়াইনঘাটের তামাবিল এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে তাদেরকে আটক করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আটকরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার ফখলুল ইসলামের ছেলে সাজু আহমদ (২০), গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম (২১), একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ (২২), জাফলং তামাবিল এলাকার মতিন মিয়ার ছেলে নয়ন (১৯), জৈন্তাপুর উপজেলার মোস্তফা মিয়ার ছেলে সজিব (১৯), একই উপজেলার গুচ্ছগ্রামের মোস্তফা মিয়ার ছেলে মোবারক (১৯), ইলাল মিয়ার ছেলে আরিফ (১৯), দুলতিপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম (১৯), শ্রীপুর গ্রামের জামরুল মিয়ার ছেলে রুবেল (২৫), গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের মো. আলীর ছেলে ইব্রাহিম (১৯), জৈন্তাপুরের বিল্লাল হোসেনের ছেলে রুহুল (২০), গুচ্ছগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে রনি (১৯) ও একই এলাকার বাসির মিয়ার ছেলে সোহাগ (১৯)।

তামাবিল এলাকার স্থানীয়দের ভাষ্য, ভারতীয় চিনি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনতে রোববার রাতে গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে তারা। বিএসএফ তাদের চিনির গুদাম থেকে আটক করেছে। এই চক্রটি ‘চিনি চোরাচালানে’ জাড়িত।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ২৩ ডিসেম্বর ভোর রাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে আটক করা হয়।”

তাদের ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।